চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুনের সার্বিক দিকনির্দেশনায় দর্শনা থানার অফিসার ইনচার্জ এ এইচ এম লুৎফুল কবীরের নেতৃত্বে দর্শনা থানার পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ নিরব হোসেন, এসআই (নিঃ) রাম প্রসাদ সরকার, এএসআই (নিঃ) মোঃ তুহিন হোসেন, এএসআই (নিঃ) শরিফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা থানাধীন দর্শনা পৌরসভা এলাকায় আনোয়ারপুর হঠ্যাৎপাড়া সাকিনস্থ জনৈক মোঃ আবুল হোসেন (৪৫), পিতা-আব্দুল সাত্তারের ভুট্টা ক্ষেতের পূর্বপাশে জীবননগর টু চুয়াডাঙ্গাগামী পাকা সড়কের পাশে জংলাময় স্থান হতে উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে অদ্য ১৪.০২.২০২৩ খ্রিঃ তারিখ দুপুর অনুমানিক ১৩:০৫ ঘটিকার সময় ০১টি LOTTO শপিং ব্যাগের মধ্যে ০১টি লোহার তৈরি আগ্নেয়াস্ত্র পিস্তল যার বডিতে ইংরেজিতে খোদাই করা MADE IN JAPAN এবং অপর পাশে ইংরেজিতে খোদাই করা JAPAN NO 114 লেখা সহ ০১ রাউন্ড গুলি উদ্ধার করেন।
আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার সংক্রান্ত আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
পত্রিকা একাত্তর/ তারিকুর রহমান
আপনার মতামত লিখুন :