শেরপুরে আরডিএফ এর উদ্যোগে আন্তর্জাতিক মার্তৃভাষা দিবস পালিত


উপজেলা প্রতিনিধি, শেরপুর প্রকাশের সময় : ২১/০২/২০২৩, ৬:২৮ অপরাহ্ণ /
শেরপুরে আরডিএফ এর উদ্যোগে আন্তর্জাতিক মার্তৃভাষা দিবস পালিত

বগুড়ার শেরপুরে ২১শে ফেব্রুয়ারী শহীদ দিবস ও আন্তর্জাতিক মার্তৃভাষা দিবস উপলক্ষে পল্লী উন্নয়ন ফাউন্ডেশন আরডিএফ এর আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

২১ শে ফেব্রুয়ারী মঙ্গলবার সকালে অত্র সংস্থার কার্যালয়ে পল্লী উন্নয়ন ফাউন্ডেশন আরডিএফ এর চেয়ারম্যান আব্দুল মান্নানের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাফিল অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন সংস্থার প্রকল্প পরিচালক আব্দুর রাজ্জাক, শেরপুর শাখা ব্যবস্থাপক তছির উদ্দিন সৈকত, গোসাইবাড়ি শাখা ব্যবস্থাপক মাহমুদুল হাসান, ফিল্ড অফিসার শামীম রেজা, ফরহাদ হোসেন, ইসমাইল হোসেন, চাঁন মিয়া প্রমুখ।

আলোচনা সভা শেষে ভাষা আন্দোলনে শহীদদের বিদেহি আত্বার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

পত্রিকা একাত্তর/ মাসুম বিল্লাহ