ভোটার হব নিয়ম মেনে, ভোট দিবো যোগ্য জনে এমন প্রতিপাদ্য নিয়ে লক্ষ্মীপুরে পালিত হল জাতীয় ভোটার দিবস ২০২৩।
০২ মার্চ (বৃহস্পতিবার) সকালে জাতীয় ভোটার দিবস উপলক্ষে লক্ষ্মীপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ নাজিম উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো: আনোয়ার হোছাইন আকন্দ। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নুর-এ আলম, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব সাজিয়া পারভীন, সদর উপজেলা নির্বাচন অফিসার আতিকুল ইসলাম চৌধুরী, জেলা সমাজ কার্যালয়ের সহকারী পরিচালক মো: আবদুর রহমান, জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এম ছাবির আহমদ। এসময় বিভিন্ন সরকারী বেসরকারী দপ্তরের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন ,ভোটার হওয়ার মাধ্যমে একজন নাগরিকের রাজনৌতিক প্রক্রয়ায় অংশগ্রহণের পথ সুগম হয়।ভোটার হওয়ার যোগ্যতা অর্জনের সাথে সাথে যেন একজন নাগরিক ভোটার হন, সে বিষয়ে সচেতনতা সৃষ্টি করা প্রয়োজন। কোন ভোটার হওয়ার যোগ্য নাগরিক ভোটার তালিকা হতে যাতে বাদ না পড়েন এবং কোন কারনে কেউ ভোটার তালিকা হতে বাদ পড়লে কিভাবে ভোটার হিসেবে নাম অন্তর্ভুক্ত করবেন, নিবন্ধনের জন্য কি কি দলিলাদি প্রয়োজন, কোথায় নিবন্ধিত হবেন, কেন ভোটার হবেন, কেন ভোট দেবেন ইত্যাদি বিষয়ে সচেতনতা তৈরি করাই হচ্ছে ভোটার দিবসের মূল লক্ষ্য।
পত্রিকা একাত্তর/ তারেক মাহমুদ
আপনার মতামত লিখুন :