জামালপুর অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্কের আয়োজনে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৪ এপ্রিল) বিকেলে শহরের ডাকপাড়া এলাকার সেতুলী বেম্বো গার্ডেনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জামালপুর অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্কের সভাপতি বিশিষ্ট মানবাধিকার কর্মী সাংবাদিক জাহাঙ্গীর সেলিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কবি রাজন্য রুহানির সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফারুক আহাম্মেদ চৌধুরী, সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ প্রফেসর হারুন অর রশিদ, কলেজ শিক্ষক সংসদের সম্পাদক শাকের আহমেদ, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মনোয়ার হুসেন মুরাদ, সিনিয়র সাংবাদিক উৎপল কান্তি ধর, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাকির হোসেন, বিটিভির জেলা প্রতিনিধি মোস্তফা বাবুল প্রমুখ।
এ সময় জামালপুর জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, মির্জা সাখাওয়াতুল আলম মনি, আশরাফ হোসেন তরফদার, আবু জাফর শিশা, ইঞ্জিনিয়ার মো. কামরুজ্জামান, হাজী দিদার পাশা, সদস্য আজিজুর রহমান ডল, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক জাকির হোসেন খান, পৌর আওয়ামী লীগের সভাপতি মাসুম রেজা রহিম, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ডা. এমএ মান্নান খান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী শাহনেওয়াজ, ডিআই-১ এমএম ময়নুল ইসলাম, ডিবির ওসি মো. আকরাম হোসেন, স্বাধীনতা চিকিৎসক পরিষদ জেলা শাখার সভাপতি মোশায়ের উল ইসলাম রতন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সুজায়েত আলী, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলী ইমাম দুলাল, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারজানা ইয়াসমিন লিটা, জামালপুর ক্লিনিক মালিক সমিতির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাপ্পী, সচেতন নাকরিক কমিটি সনাকের সভাপতি অজয় কুমার পাল, শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, সরকারি আশেক মাহমুদ কলেজ পরিষদের সম্পাদক শাকের আহমেদ, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর আব্দুল হাই আলহাদী, বিশিষ্ট ব্যবসায়ী শ্যামল সাহা, কালের কণ্ঠের সাংবাদিক মোস্তফা মনজু, ডিবিসির জেলা শুভ্র মেহেদী, যমুনা টিভির জেলা প্রতিনিধি শোয়েব হোসেন, এখন টিভির শেরপুর প্রতিনিধি সৌরভ, ৭১ টিভির সাংবাদিক শাকিল, এসএ টিভির মহির উদ্দিন সোহেল, দৈনিক বাংলার সাংবাদিক শাকিরসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, অনলাইন এখন বড় একটি সংবাদের মাধ্যম। বর্তমান সময়ে অনলাইন নিউজ পোর্টাল সবার আগে সংবাদ পাঠকের মাঝে ছড়িয়ে দেয়। ফলে এটি এখন পাঠকপ্রিয়তার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
এ সময় জামালপুর অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্কের সাফল্য কামনা করেন এবং পাশে থাকার আশ্বাস দেন বক্তারা।
পত্রিকা একাত্তর/ সাকিব আল হাসান
আপনার মতামত লিখুন :