নড়াইলের কালিয়ায় দেশীয় মদসহ বিএনপি নেতা আটক


জেলা প্রতিনিধি, নড়াইল প্রকাশের সময় : ১১/০৫/২০২৩, ৬:৪৩ অপরাহ্ণ /
নড়াইলের কালিয়ায় দেশীয় মদসহ বিএনপি নেতা আটক

নড়াইলের কালিয়ার পৌর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর উৎপল শিকদার (৪০) কে দেড় লিটার দেশীয় মদসহ আটক করেছে কালিয়া থানা পুলিশ।

বুধবার (১০মে) রাতে উপজেলার নলডাঙ্গা গ্রামের লবনের খেয়াঘাট এলাকায় পুলিশের নিয়মিত ডিউটি চলাকালে মদসহ তাকে আটক করা হয়। উৎপল শিকদার পৌরসভার রামনগর গ্রামের মৃত চাঁদ শিকদারের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, ওই রাতে এসআই সাফায়েত রহমানের নেতৃত্বে পুলিশের একটি টহল দল নলডাঙ্গা গ্রামের লবনের খেয়াঘাট এলাকায় নিয়মিত অভিযানকালে উৎপল শিকদারের গতিবিধি সন্দেহ জনক হওয়ায় তাকে তল্লাশী করে দেড় লিটার দেশী মদ উদ্ধার করে থানায় নিয়ে আসে ।

এ ব্যাপারে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ তাসমীম আলম বলেন, এ বিষষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে মামলা নং-০৯ এবং আসামিকে নড়াইল আদালতে প্রেরণ করা হয়েছে।

পত্রিকা একাত্তর/ হাফিজুল নিলু