মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় ও কেন্দ্রিয় কৃষকলীগের আদেশে ঠাকুরগাঁও সদর উপজেলার রাজাগাঁও ইউনিয়ন কৃষকলীগের আয়োজনে বরগাচাষী এক দরিদ্র কৃষকের ৭৫ শতাংশ জমির পাকা ধান কেটে দিলেন ঠাকুরগাঁও কৃষকলীগের জেলা, সদর উপজেলা ও ইউনিয়নের নেতা কর্মীরা।
সকালে সদর উপজেলার রাজাগাঁও ইউনিয়নের রাজাগাঁও গ্রামের বরগাচাষী কৃষক মোঃ রশিদুলের ৭৫ শতাংশ জমির পাকা ধান কেটে বাড়ি পৌছে দিলেন কৃষকলীগের নেতা কর্মীরা । আর্থিক ও শ্রমিক অভাবে ধান কাটতে পারছিলেন না কৃষক।
এ সময় জেলা কৃষকলীগের সভাপতি পবারুল ইসলাম এর নেতৃত্বে সদর উপজেলা কৃষকলীগের সদস্য সচিব সুমন ইসলাম তূর্য্য সহ কৃষকলীগের প্রায় শতাধিক নেতা কর্মীরা উপস্থিত থেকে কৃষকের ধান কেটে বাড়ি পৌছে দেন।
বরগাচাষী কৃষক রশিদুল মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা ও ঠাকুরগাঁও কৃষকলীগকে ধন্যবাদ জানিয়ে বলেন, আমি একজন দরিদ্র কৃষক বরগা করে কৃষি কাজ করি। এখানে আমি বরগা নিয়ে ৭৫ শতাংশ জমিতে ধান ল্গাাই বেশ ভাল ফলন হয়েছে কিন্তু টাকার অভাবে কাটতে পারছিলাম না। এ ধান গুলো কাটামাড়াই করতে প্রায় ১০/১২ হাজার টাকা লাগতো। বিনা টাকায় আমার ধান কেটে দেওয়ায় আমার অনেক বড় উপকার হলো।
পত্রিকা একাত্তর/ সুমন
আপনার মতামত লিখুন :