নাটোরের গুরুদাসপুরে ২ কোটি ২৪ লাখ টাকা ব্যয়ে প্রায় তিন কিলোমিটার আরসিসি গোপাট সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক মো. আব্দুল কুদ্দুস প্রধান অতিথি হিসেবে শনিবার বিকেলে ওই কাজের উদ্ধোধন করেন।
পাবনা-নাটোর-সিরাজগঞ্জ পানি উন্নয়ণ প্রকল্পের (পানাসি) অর্থায়নে কাজটি বাস্তবায়ণ করছে বিএডিসি সেচ বিভাগ গুরুদাসপুর। উদ্বোধন শেষে এ উপলক্ষ্যে গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্রাবণী রায়ের সভাপতিত্বে এক আলোচনা সভায় প্রধান অতিথি আব্দুল কুদ্দুস ছাড়াও বক্তব্য রাখেন, নাটোর জেলা আ’লীগের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক আসিফ আব্দুল্লাহ শোভন ও বিএডিসি প্রকৌশলী মো. সাইদুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আক্তার লিপি ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো.মতিয়র রহমান ও এলাকার উপকার ভোগী কৃষকরা। প্রধান অতিথি বলেন, গ্রামীণ জনপদের কৃষি ও আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে গোপাট সড়কটি নির্মাণ করা হচ্ছে।
এতে করে এই এলাকার কৃষকরা তাদের উৎপাদিত ফসলাদি সহজে আনা নেওয়া করতে পারবেন। এই সড়ক ছাড়াও পানাসি প্রকল্পের মাধ্যমে উপজেলাজুড়ে ১৩ কিলোমিটার আরসিসি গোপাট সড়ক নির্মাণ করা হচ্ছে।
পত্রিকা একাত্তর/সোহাগ আরেফিন
আপনার মতামত লিখুন :