ডোমারে ভূমি সেবা সপ্তাহ-২০২৩ এর উদ্বোধন


উপজেলা প্রতিনিধি, ডোমার প্রকাশের সময় : ২২/০৫/২০২৩, ৩:৫৯ অপরাহ্ণ /
ডোমারে ভূমি সেবা সপ্তাহ-২০২৩ এর উদ্বোধন

“স্মার্ট ভূমি সেবায় ভূমি মন্ত্রণালয়”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর ডোমারে ‘ভূমি সেবা সপ্তাহ-২০২৩’ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে আজ।

সোমবার (২২শে মে) সকাল ১০টায় ডোমার উপজেলা ভূমি অফিস প্রাঙ্গনে ‘ভূমি সেবা সপ্তাহ-২০২৩’ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার এমপি।

ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস হ্যাপী’র সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন—ডোমার উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মোঃ আব্দুল মালেক সরকার, সংরক্ষিত মহিলা ভাইস-চেয়ারম্যান বেগম রৌশন কানিজ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরননবী, বীর মুক্তিযোদ্ধা মোঃ গোলাম মোস্তফা প্রমূখ।

সভায় সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস হ্যাপী বলেন, স্মার্ট ভূমিসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে আমরা কাজ করে যাচ্ছি। সরকার জনগণের সুবিধার্থে অনলাইন সেবা চালু করেছে। এখন অনলাইনের মাধ্যমে ঘরে বসেও ভূমিসেবা গ্রহণ করা সম্ভব।

ভূমি সেবা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

পত্রিকা একাত্তর/রিশাদ