গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় কেঁচো সার উৎপাদনের দক্ষতা উন্নয়নমুলক তিনদিন ব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা আরডিআরএস বাংলাদেশ ও করড এইডের বাস্তবায়নে ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে এবং সঙ্গ প্রকল্পের আয়োজনে রোববার হতে উপজেলার বেলকা ইউনিয়ন পরিষদ হলরুমে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
এতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ২০ জন নির্বাচিত নারী-পুরুষ ও প্রতিবন্ধি সদস্য অংশ গ্রহন করছেন। সোমবার প্রশিক্ষণে বক্তব্য রাখেন, বেলকা মজিদ পাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান আকন্দ, প্রশিক্ষক রফিকুল ইসলাম, আরডিআরএস উপজেলা কো-অডিনেটর এস এম আরিফুজ্জামান, সঙ্গ প্রকল্পের টেকনিক্যাল অফিসার হাবিবুর রহমান, ইউএফ হারুন আর রশিদ, মোস্তাকিম প্রমূখ। মঙ্গলবার পর্যন্ত প্রশিক্ষণ চলবে।
পত্রিকা একাত্তর/ হযরত বেল্লাল
আপনার মতামত লিখুন :