সুফলভোগীদের মাঝে বাছুর উপকরণ ও বিতরণ


উপজেলা প্রতিনিধি, কোম্পানীগঞ্জ প্রকাশের সময় : ২২/০৫/২০২৩, ৬:৪৫ অপরাহ্ণ /
সুফলভোগীদের মাঝে বাছুর উপকরণ ও বিতরণ

নোয়াখালী কোম্পানীগঞ্জে ২০২২-২৩ অর্থবছরে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় জেলেদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টিতে নিবন্ধিত প্রান্তিক জেলেদের মধ্যে থেকে নির্বাচিত সুফলভোগীদের মাঝে উপকরণ (বকনা)বাছুর বিতরণ করা হয়।

সোমবার দুপুর ১১টার সময় কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণে বিতরণ কর্মসূচির উদ্ভোদন করেন, কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেজবা উল আলম ভূঁইয়া। এ সময় সুফলভোগীদের মাঝে ২০টি বকনা বাছুর ও উপকরণ বিতরণ করা হয়।

এই সময় উপস্থিত ছিলেন, নোয়াখালী মৎস্য কর্মকর্তা ইকবাল হোসেন। কোম্পানীগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ খোরশেদ আলম, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবে সভাপতি আনোয়ার তোহাসহ কোম্পানীগঞ্জে কর্মরত সাংবাদিকবৃন্দ।

পত্রিকা একাত্তর/আবু সাঈদ শাকিল