মেলান্দহে স্মার্ট ভূমি সেবা সপ্তাহ পালিত


জেলা প্রতিনিধি, জামালপুর প্রকাশের সময় : ২২/০৫/২০২৩, ১১:০৭ অপরাহ্ণ /
মেলান্দহে স্মার্ট ভূমি সেবা সপ্তাহ পালিত

“ভূমি সেবা ডিজিটাল বদলে যাচ্ছে দিনকাল”আর নয় হয়রানি ২৮ দিনে নামজারি”এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের মেলান্দহ উপজেলায় স্মার্ট ভূমি সেবা সপ্তাহ পালিত হয়েছে।

সোমবার বিকেলে দিবসটির ফিতা কেটে উদ্বোধন ও পরে মির্জা আজম আধুনিক অডিটোরিয়ামে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা প্রশাসন ও ভূমি অফিসের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সেলিম মিয়ার সভাপতিত্বে সহকারী কমিশনার (ভূমি) জোহরা সুলতানা যূথীর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ কামরুজ্জামান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ জিন্নাহ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ডা: ইউনুস আলী, মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তারসহ উপজেলা যুবলীগ সভাপতি মোঃ ইব্রাহিম খলিলুল্লাহ। বীর মুক্তিযোদ্ধা খন্দকার হারুনুর রশিদ ও মেলান্দহ পৌর আওয়ামী লীগের সভাপতি আসাদুল্লাহ ফারাজী প্রমুখ।

পত্রিকা একাত্তর/ সাকিব