“জয় বাংলার ধ্বনি” চলচ্চিত্র প্রথমবার সুনেরাহ-নিরব


বিনোদন ডেস্ক প্রকাশের সময় : ১৭/১০/২০২২, ১১:১১ পূর্বাহ্ণ / ৯৯
“জয় বাংলার ধ্বনি” চলচ্চিত্র প্রথমবার সুনেরাহ-নিরব

প্রথমবারের মতো জুটি বাঁধলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী সুনেরাহে”র সাথে চিত্রনায়ক নিরব।সিনেমাটির নাম ‘জয় বাংলার ধ্বনি’। চলচ্চিত্রটি নির্মাণ করবেন খ ম খুরশীদ। মুক্তিযুদ্ধভিত্তিক এই চলচ্চিত্র ২০২১-২২ অর্থবছরে সরকারি অনুদান পাওয়া সিনেমা ‘জয় বাংলার ধ্বনি’। এটি ৬০ লাখ টাকা অনুদান পেয়েছে।

জানা গেছে, ২০ অক্টোবর থেকে শরীয়তপুরে ছবিটির শুটিং শুরু করবেন বলে জানালেন পরিচালক। প্রথম লটে টানা এক সপ্তাহ শুটিং হবে।এরপর পহেলা নভেম্বর থেকে শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুরসহ বিভিন্ন জায়গায় একটানা শুটিংয়ের মাধ্যমে বন্ধ হবে এর ক্যামেরা।

নিরব বলেন, মুক্তিযুদ্ধভিত্তিক দারুণ একটি গল্পে অভিনয়ের প্রস্তাব পেলাম। পরিচালকের কাছ থেকে গল্পটা শোনার পর ভালো লাগে। মনে হয়েছে, অভিনয় জীবনের সঙ্গে একটা সুন্দর কিছু যোগ হতে যাচ্ছে।

পত্রিকা একাত্তর / মাসুদ পারভেজ