“বিং হিউম্যান” উদ্বোধন করেন সালমানের ছোট ভাই সোহেল খান


বিনোদন ডেস্ক প্রকাশের সময় : ১৯/১০/২০২২, ৮:১০ পূর্বাহ্ণ / ৩৭
“বিং হিউম্যান” উদ্বোধন করেন সালমানের ছোট ভাই সোহেল খান

বলিউড সুপারস্টার সালমান খানের ফ্যাশন ব্র্যান্ড বিয়িং হিউম্যান ক্লোদিং-এর শাখা উদ্বোধন হলো রাজধানীর বনানীতে। বৃহস্পতিবার দুপুর ২টায় এই শাখার উদ্বোধন করেন সালমানের ছোট ভাই সোহেল খান।



এর আগে শো রুমের সামনে নেচে গেয়ে সোহেলকে অভ্যর্থনা জানানো হয়। এরপর তিনি ফিতা কেটে শো রুম উদ্বোধন করেন তিনি। সেখানে তার সঙ্গে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির সিইও সঞ্জিব রাও এবং সালমান খানের ভাতিজা আয়ান অগ্নিহোত্রি।



সোহেল খান বলেন, বাংলাদেশে আসার আগে খানিকটা নার্ভাস ছিলাম। ভাবছিলাম, সালমানের বদলে আপনারা আমাকে গ্রহণ করবেন তো! বর্তমানে সে (সালমান) অনেক ব্যস্ত। আর তাই তার পরিবর্তে আমি এসেছি। আপনাদের দেখে খুব ভালো লাগছে।

ঢাকায় নেমে সরাসরি বনানী আসেন সোহেল খান। ফলে ঢাকার খাবার তখনও মুখে নেয়ার সুযোগ হয়নি।



বাংলাদেশের কোন কোন খাবার খেতে চান- এমন প্রশ্নের জবাবে সোহেল জানান, আমি বাংলা খাবারের অপেক্ষায় আছি। তবে এখনও টেস্ট করার সুযোগ পাইনি। মুম্বাই থেকে সরাসরি এখানে এসেছি। তবে খাওয়ার জন্য হাতে সময় রেখেছি। আগামীকাল (১৬ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত আমি ঢাকায় আছি। ভেবেছি, ভাত-ইলিশ মাছ আর বিরিয়ানি খাব।




শেষে বাংলায় বলেন, ‘ভালোবাসি বাংলাদেশ’। এরপর সোহেল খান ৩টা ১০ মিনিটে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন। ঢাকায় সালমান খানের ফ্যাশন ব্র্যান্ডের শো রুমের ঠিকানা: হাউজ- ৮, রোড-১০/এ, ব্লক-এইচ, বনানী, ঢাকা-১২১৩।




প্রসঙ্গত, সালমান খানের পোশাকের এই ব্র‍্যান্ডটি বর্তমানে বিশ্বের ১৫টি দেশে ৫০০টির বেশি আউটলেটের মাধ্যমে তাদের ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করছে। বাংলাদেশে সালমান খানের বিশাল ফ্যানবেস রয়েছে। আর সে কারণেই এবার বাংলাদেশে যাত্রা শুরু করলো ‘বিং হিউম্যান’।




পত্রিকা একাত্তর / মাসুদ পারভেজ