নাটোরের গুরুদাসপুর উপজেলার ৪ শিক্ষা প্রতিষ্ঠানে ১৫৪ জোড়া হাই-লো বেঞ্চ বিতরন করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার শ্রাবনী রায় এর সভাপতিত্বে আজ বুধবার বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ চত্বরে বেঞ্চ বিতরণ কর্মসুচির উদ্বোধন করেন সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল কুদ্দুস।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন,ভাইস চেয়ারম্যান আলাল শেখ,উপজেলা প্রকৌশলী মিলন মিয়া,কৃষি অফিসার হারুনর রশিদ, শিক্ষক ও সরকারী কর্মকর্তা। উপজেলা প্রকৌশলী জানান,জাইকা ইন্টারন্যাশনালের আর্থিক সহায়তায় স্থানীয় সরকার বিভাগের উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের আওতায় ৪টি শিক্ষা
প্রতিষ্ঠানে উন্নত প্রযুক্তি দিয়ে তৈরী ১৫৪ জোড়া হাই-লো বেঞ্চ বিতরন করা হচ্ছে।শিক্ষা প্রতিষ্ঠানগুলি হচ্ছে,চাচকৈড় নাজিম উদ্দিন স্কুল এন্ড কলেজ ৩২ জোড়া, খুবজিপুর মোজাম্মেল হক ডিগ্রী কলেজ ৫৪ জোড়া,খুবজিপুর বহুমুখি উচ্চ বিদ্যালয় ৩৪ জোড়া এবং পোয়ালশুরা পাটপাড়া উচ্চ বিদ্যালয় ৩৪ জোড়া।
পত্রিকা একাত্তর / সোহাগ আরেফিন
আপনার মতামত লিখুন :