ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, আগামী ৬ মাসের মধ্যে ২৫ হাজার নারী উদ্যোক্তা তৈরি করা হবে। এসব উদ্যোক্তাদের ৫ মাসের প্রশিক্ষণ, ১ মাসের ইন্টার্নশিপ ও ২০ হাজার টাকা করে পুঁজি দেওয়া হবে, যেন তারা উদ্যোক্তা হয়ে সফল হতে পারে।
২০অক্টোবর বৃহস্পতিবার শেরপুরের নালিতাবাড়ী উপজেলা পরিষদের সভাকক্ষ তেপান্তরে স্মার্ট বাংলাদেশের অগ্রযাত্রায় ডিজিটাল সংযোগ স্থাপন (ইডিসি) প্রকল্পের ভূমিকা শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, উদ্যোক্তা হতে হলে তেমন কিছু লাগে না, বিদ্যুৎ, ইন্টারনেট সংযোগ ও একটি ল্যাপটপ লাগে। বিদেশিরা করোনা ভ্যাকসিনের সফটওয়ার তৈরির জন্য ১৫০ কোটি টাকা চেয়েছিল। দেশের তরুণ প্রযুক্তিবিদরা বিনামূল্যে সেই সুরক্ষা সফটওয়ার তৈরি করেছে।
তিনি আরো বলেন, ২০১৬ সালে এটুআই ই- নথি চালু করেছে। এতে ঘরে বসে অফিসিয়াল কাজ করা যাচ্ছে। ২০১৬ থেকে ২০২২ সাল পর্যন্ত ১ কোটি ৭৫ লাখ ফাইল ডিজিটাল মাধ্যমে সম্পাদন করা হয়েছে। বর্তমানে সাড়ে ৬ লাখ ছেলেমেয়ে গ্রাম ও শহরে বসে ৭০০ মিলিয়ন ডলারের উপরে আয় করছে। প্রযুক্তিশিল্প থেকে প্রায় দেড় বিলিয়ন ডলার রফতানি আয় করা হয়েছে। তিনি আরো বলেন, আমাদের লক্ষ্য প্রযুক্তিশিল্প থেকে ২০২৫ সালের মধ্যে ৫ বিলিয়ন ডলার আয় করা।
সেজন্য হাইটেক পার্কের আওতায় সারাদেশের ৬৪ জেলায় শেখ কামাল আইটি ট্রেনিং সেন্টার ও ৯২টি হাইটেক পার্ক করা হয়েছে। শেরপুরেও ২০২৩ সালের মধ্যে ৮৫ কোটি টাকা ব্যায়ে ৫ একর জমিতে হাইটেক পার্কের কাজ শুরু করা হবে। এর আগে উপজেলার কাকরকান্দি গ্রামের সফল ফ্রিল্যান্সার ক্ষুদ্র নৃ-গোষ্ঠী তৃষ্ণা দিও এর সেন্টার পরিদর্শন করে প্রতিমন্ত্রী তাকে একটি ল্যাপটপ উপহার দেন।
জেলা প্রশাসক সাহেলা আক্তারের সভাপতিত্বে উক্ত সভায় উপস্থিত ছিলেন, আইসিটি ডিভিশন ও ইডিসি প্রকল্প পরিচালক ড. খন্দকার আজিজুল ইসলাম (অতিরিক্ত সচিব), তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদফতরের মহা-পরিচালক মোস্তফা কামাল (অতিরিক্ত সচিব), শেরপুরের পুলিশ সুপার কামারুজ্জামান রাসেল, নালিতাবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু, ইউএনও হেলেনা পারভীন, পৌর মেয়র আবুবকর সিদ্দিক, উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, উদ্যোক্তাগণ, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি সহ সাংবাদিকবৃন্দ।
পত্রিকা একাত্তর / আবু হেলাল
আপনার মতামত লিখুন :