ভোলায় ঘূর্ণিঝড় ‘সিত্রাং’এ ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন র‍্যাব


জেলা প্রতিনিধি, ভোলা প্রকাশের সময় : ২৭/১০/২০২২, ৯:৩৩ অপরাহ্ণ / ৮৪
ভোলায় ঘূর্ণিঝড় ‘সিত্রাং’এ ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন র‍্যাব

আজ বৃহস্পতিবার (২৭ অক্টোবর) এম খুরশীদ হোসেন, বিপিএম (বার), পিপিএম, অতিরিক্ত আইজিপি, মহাপরিচালক, র‍্যাব ফোর্সেস এর ভোলা জেলায় আগমন উপলক্ষে বরিশাল রেঞ্জ পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান মোঃ ফারুক উল হক, পিপিএম-সেবা, অতিরিক্ত ডিআইজি, বরিশাল রেঞ্জ, বরিশাল এবং ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানান মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম পুলিশ সুপার, ভোলা।

এ সময় ভোলা সার্কিট হাউজে জেলা পুলিশের একটি সুসজ্জিত দল র‍্যাব ফোর্সেস মহাপরিচালকে গার্ড অব অনার প্রদান করেন। পরে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের মহাপরিচালক দৌলতখান থানাধীন মেঘনা নদীর তীরবর্তী চৌকিরঘাটে ঘূর্ণিঝড় ’সিত্রাং’ এর প্রভাবে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন।

এ সময় মোঃ তৌফিক-ই-লাহী চৌধুরী, জেলা প্রশাসক, ভোলা, র‍্যাব ৮ এর অধিনায়ক লে: কর্নেল মাহমুদুল হক, কোস্টগার্ড দক্ষিণ জোনের অধিনায়ক কমান্ডার নিজাম উদ্দিন সরদার, (জি), পিসিজিএম বিএন, মোঃ ফরহাদ সরদার, অতিরিক্ত পুলিশ সুপার, (সদর সার্কেল), ভোলা,মোঃ তৌহিদুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার, ভোলা, অফিসার ইনচার্জ, ভোলা সদর মডেল থানা, অফিসার ইনচার্জ, দৌলতখান থানা সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

পত্রিকা একাত্তর /মহিউদ্দিন