সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ২য় বার ভর্তি পরিক্ষা পুনর্বহালের দাবিতে ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তিচ্ছুদের চলমান আন্দোলন বিষয়ক মতবিনিময় সভা ও আন্দোলনের কমিটি পরিচিতি আজ ৩০/১০/২২ তারিখ বিকেল ৩ টায় ঢাকার রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
উক্ত মতবিনিময় সভায় বক্তব্য রেখেছেন এবং ২য় বার ভর্তি পরিক্ষার যৌক্তিক কারণ দেখিয়ে বক্তব্য রাখেন- সুপ্রিম কোর্টের এডভোকেট হাসনাত কাইয়ুম। এ সময় হাসনাত কাইয়ুম বলেন এই আন্দোলনকারীদের পাশে এসে সকল স্তরের মানুষের দাড়ানো উচিত। এবং এই চলমান আন্দোলন সফল করার জন্য তিনি সকল রকমের সহযোগিতা করবেন। আর এই দাবি কোনো অযৌক্তিক দাবি নয়। দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ নেই এই দায়টা সম্পূর্ণ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের।
এছাড়াও এই আন্দোলনে সমর্থন জানিয়েছেন ঢাবির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক তানজিম উদ্দিন খান, জাবির অধ্যাপক আনু মুহাম্মদ সহ অনেকে। এ সময় আরো বক্তব্য রাখেন- গনতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সাধারণ সম্পাদক ফাহিম আহমেদ চৌধুরী সহ অনিক রায় সহ-সভাপতি, ছাত্র ইউন রাফিকুজ্জামান ফরিদ সাধারণ সম্পাদক, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট শোভন রহমান সধারন সম্পাদক, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট( বাসদ) মিতু সরকার সভাপতি, ছাত্র ফেডারেশন কমিটি ঘোষনা করেনঃ মুহিদুল ইসলাম দাউদ ( আন্দোলনের উপদেষ্টা) সভায় সঞ্চালনা করেনঃ মুহাম্মদ সানি সভাপতিত্ব করেনঃ আলভী মাহমুদ উক্ত সভায় সকলের মতামতের ভিত্তিতে এই আন্দোলন যৌক্তিক প্রমাণ হয়েছে। ভুক্তভোগী শিক্ষার্থীরা জানিয়েছেন তাদের এই যৌক্তিক দাবি মেনে নেওয়া না হলে তারা কঠোর আআন্দোলন গড়ে তুলবে দরকার হলে রক্ত দিয়ে অধিকার আদায় করবে। এই চলমান আন্দোলনে সর্বস্তরের মানুষের সাহায্য কামনা করে উক্ত সভার সভাপতি সভার কাজ সমাপ্ত করেন।
আপনার মতামত লিখুন :