নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) পরিসংখ্যান দিবস পালিত হয়েছে। সোমবার (২৭ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের আয়োজনে এই দিবসটি উদযাপন করা হয়।
‘স্মার্ট বাংলাদেশের ভিত্তি, পরিসংখ্যান ব্যবস্থার উন্নতি’এই প্রতিপাদ্যকে সামনে রেখে সকাল বেলায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম ভরবনের সামনে থেকে একটি র্যালি শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণের মাধ্যমে শেষ হয়। এরপর পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান মিম্মা তাবাসসুমের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী যুক্ত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ- উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল বাকী।
এছাড়াও অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আতিকুর রহমান ভূঁইয়া, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. নেওয়াজ মো. বাহাদুর এবং পরিসংখ্যান বিভাগের শিক্ষকরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি উপাচার্য প্রফেসর ড. মো. দিদার-উল-আলম বলেন, দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় পরিসংখ্যানের গুরুত্ব অপরিহার্য। বিশেষ করে পরিকল্পিত অর্তনীতির জন্য সঠিক পরিসংখ্যান খুবই গুরুত্বপূর্ণ। জনসচেতনতা ও পরিসংখ্যানের গুরুত্ব বৃদ্ধিতে এই ধরনের আয়োজন করায় বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগকে ধন্যবাদ জানান তিনি।
অনুষ্ঠানের সভাপতি মিম্মা তাবাস্সুম বলেন, স্মার্ট বাংলাদেশ যদি আমরা গড়ে তুলতে চাই পরিসংখ্যান ব্যবস্থার উন্নতি আমাদেরকে অবশ্যই গড়ে তুলতে হবে এবং সে উন্নতি আমাদের এবং শিক্ষার্থীদের মাধ্যমে সম্ভব।
পত্রিকা একাত্তর/ রাজু
আপনার মতামত লিখুন :