সাংবাদিক কল্যাণ তহবিল গোমস্তাপুর-নাচোল- ভোলাহাট এর উদ্যোগে ফ্যামিলি ডে ও সংগঠনের ১০ বছর পূর্তি উৎসব আজ শুক্রবার নাচোল গ্রিন ল্যান্ড শিশুপার্কে অনুষ্ঠিত হয়।
সদস্য, পরিবারবর্গ ও অতিথিদের নিয়ে সারাদিন আনন্দ বিনোদন এর মধ্যে দুপুরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সাংবাদিক কল্যাণ তহবিলের সভাপতি আসাদুল্লাহ আহমদ এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ -২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আমিনুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য জিয়াউর রহমান, নাচোল উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের, রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খান, নাচোল পৌর মেয়র আব্দুর রশিদ খান, নাচোল থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমান, নাচোল থানার ওসি (তদন্ত) আব্দুল ওহাব, রহনপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ আজগর আলী, অগ্রদূত বাংলাদেশের নির্বাহী পরিচালক ইয়াহিয়া খান রুবেল প্রমুখ।
আলোচনা সভা শেষে সাংবাদিক কল্যাণ তহবিলের নির্বাহী কমিটির সদস্য মরহুম প্রভাষক আনোয়ার হোসেন এর স্ত্রী কে কল্যাণ তহবিল এর পক্ষ থেকে ২৫ হাজার টাকা ও সংসদ সদস্য আলহাজ্ব আমিনুল ইসলামের ব্যক্তিগত তহবিল থেকে ২৫ হাজার টাকা এবং নাচোল উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের এর পক্ষ থেকে একটি সেলাই মেশিন উপহার দেয়া হয়।
পত্রিকা একাত্তর/ ইয়াহিয়া খান রুবেল