নীলফামারীর ডোমারে ‘বড় রাউতা বুড়ারডোবা মহাশ্মশান’ এর নামফলক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১শে ফেব্রুয়ারী) দুপুরে উপজেলার বোড়াগাড়ি ইউনিয়নের বড় রাউতা বুড়ারডোবা মহাশ্মশানে অনুষ্ঠিত নামফলক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের ট্রাস্টি (হিন্দু ধর্মীয়) ববিতা রাণী সরকার। এতে সভাপতিত্ব করেন—নীলফামারী জেলা ক্ষত্রিয় সমিতির সাবেক সভাপতি গোরাচাঁদ অধিকারী।
এসময় সংগঠক আনোয়ার হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখছেন—ডোমার পৌরসভার প্যানেল মেয়র ও ৪নং ওয়ার্ডের কাউন্সিলর সেলিম রেজা, ৮নং ডোমার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাসুম আহম্মেদ, ডোমার উপজেলা শাখা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক দিলীপ মুখোপাধ্যায়, সিনিয়র সহ-সভাপতি জগবন্ধু রায়, উপজেলা শাখা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অমরজিৎ সিংহ, বুড়ারডোবা মহাশ্মশানের সাধারণ সম্পাদক অধির চন্দ্র রায় প্রমুখ।
এসময় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হিন্দু ধর্মীয় ট্রাস্টি ববিতা রাণী সরকার বলেন, কোনো ধর্মেই সংঘাতের কথা বলা নেই। তাই আমাদের মাঝে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার আপ্রাণ চেষ্টা করতে হবে। এই বাংলার হিন্দু-মুসলিম এক। ভেদাভেদ করে মূর্খরা। আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা সহ নিজ নিজ ধর্ম শান্তিপূর্ণ ভাবে পালন করার চেষ্টা করবো।
পত্রিকা একাত্তর/রিশাদ