বাগেরহাটে পরিসংখ্যান দিবস উপলক্ষে ও বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়

জেলা প্রতিনিধি | বাগেরহাট

জেলা প্রতিনিধি | বাগেরহাট

২৭ ফেব্রুয়ারী, ২০২২, ৩ years আগে

বাগেরহাটে পরিসংখ্যান দিবস উপলক্ষে ও বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়

“গুনগত পরিসংখ্যান, উন্নত জীবনের সোপান” এই প্রতিপাদ্য নিয়ে বাগেরহাটে জাতীয় পরিসংখ্যান দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রবিবার (২৭ ফেব্রুয়ারী) সকালে বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালী বের করা হয়।

র‌্যালীটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে আবারও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এর আগে বেলুন উড়িয়ে এই দিবসের কর্মসূচির উদ্বোধন করেন বাগেরহাট জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান। এসময়, বাগেরহাট জেলা পরিসংখ্যান অফিসের উপ-পরিচালক সুরঞ্জিত কুমার ঘোষ এর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন, জেলা কৃষি-স¤প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আজিজুর রহমান, জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ লুৎফর রহমান।

এছাড়াও আলোচনা সভায় অন্যান্যের মধ্যে, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহ আলম, জেলা সমবায় অফিসার আনিসুর রহমান, জেলা পরিবার-পরিকল্পনা কর্মকর্তা বিকাশ কুমার দাসসহ জেলা বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পত্রিকা একাত্তর/শেখ আবু তালেব

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news