নারীর অধিকার ও অন্তর্ভুক্তিমূলক সুশাসন শক্তিশালী করণে নীলফামারীর ডোমার উপজেলায় মানব কল্যাণ পরিষদ (এমকেপি) কর্তৃক প্রকল্পের অবহিত করণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮শে ফেব্রুয়ারী) ডোমার উপজেলা পরিষদের সভা কক্ষে মানব কল্যাণ পরিষদের আয়োজন ও নেটজ (NETZ) বাংলাদেশের সহযোগিতায় অনুষ্ঠিত অবহিত করণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ। এতে সভাপতিত্ব করেন—উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনম।
মানব কল্যাণ পরিষদের প্রোগ্রাম অফিসার মিজানুর রহমান’র সঞ্চালনায় এসময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন—ডোমার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জায়িদ ইমরুল মোজাক্কিন, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মো. আব্দুল মালেক সরকার, সংরক্ষিত মহিলা ভাইস-চেয়ারম্যান বেগম রৌশন কানিজ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোজাম্মেল হক, নারী ও শিশু বিষয়ক কর্মকর্তা শাহাজাদী বেগম, ডোমার থানার এসআই ঠাকুরদাস, ৯নং সোনারায় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম ফিরোজ চৌধুরী, ১০নং হরিণচড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. রাসেল রানা, মানব কল্যাণ পরিষদের প্রকল্প সহকারী সাজ্জাদ হোসেন খান, এলাকা সমন্বকারী বিলকিস বেগম প্রমূখ।
পত্রিকা একাত্তর/ রিশাদ