নড়াইলে জাতীয় বীমা দিবস-২০২২ পালিত হয়েছে। আজ মঙ্গলবার দিবসটি পালন উপলক্ষে জেলা প্রশাসন, নড়াইল, ন্যাশানাল লাইফ ইনসুরেন্সসহ বিভিন্ন বীমা কোম্পানীর আয়োজনে র্যালী ও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সকাল সাড়ে ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি র্যালী শুরু হয়ে শহরের প্রধান প্রধাান সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসকের (সার্বিক) মোঃ ফকরুল হাসান, বীর মুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলু, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবির টুকু,সরকারি কর্মকর্তা, সাংবাদিক, বিভিন্ন বীমা কোম্পানীর কর্মকর্তা-কর্মচারিসহ সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন।
পত্রিকা একাত্তর/ হাফিজুল নিলু