সার্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণের পথ পরিক্রমায় স্বাস্থ্য অধিদপ্তরের অদম্যযাত্রার মধ্য দিয়ে নীলফামারীর ডোমারে ‘জাতীয় স্বাস্থ্য ও কল্যাণ দিবস-২০২৩’ পালিত হয়েছে।
মঙ্গলবার (২রা মে) সকালে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে ‘জাতীয় স্বাস্থ্য ও কল্যাণ দিবস-২০২৩’ উপলক্ষ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে একটি র্যালী হাসপাতাল এলাকার বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।
ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ নাহিদা তাসনিম হিমি’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট (গাইনী এন্ড অবস) ডাঃ ফারজানা আফরিন।
এসময় আরও বক্তব্য রাখেন—ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (ডিজিজ কন্ট্রোল) ডাঃ কামরুল হাসান নোবেল, স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) ও স্যানিটারি ইন্সপেক্টর মোঃ আল-আমিন রহমান প্রমূখ।
পরে, দিবসটি উপলক্ষ্যে কেক কেটে উদযাপন শেষে হাসপাতাল প্রাঙ্গনে বৃক্ষরোপণ করেন স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
পত্রিকা একাত্তর/রিশাদ
আপনার মতামত লিখুন :