জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে নীলফামারীর ডোমারে আলোচনা সভা, কেক কেটে জন্মদিন উদযাপন, দোয়া মাহফিল ও মিষ্টি বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ই মার্চ) সকালে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন—উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রায়হান বারী।
এসময় উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (এমওডিসি) ডা. আবুল আলা, স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মো. আল-আমিন রহমান, জানো প্রকল্পের উপজেলা ম্যানেজার শরিফ আহম্মেদ শাহ্, ডোমার উপজেলা সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা তবিবুর রহমান, ইএসডিও’র সহকারী প্রজেক্ট ম্যানেজার পোরশিয়া রহমান প্রমূখ।
আলোচনা সভা শেষে কেক কেটে উদযাপন করা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবের জন্মবার্ষিকী। এরপর স্থানীয় শিশু-কিশোরদের মাঝে কেক ও মিষ্টি বিতরণ করে স্বাস্থ্য বিভাগ। শেষে, হাসপাতাল মসজিদের ইমামের পরিচালনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
পত্রিকা একাত্তর/ রিশাদ