“তামাক চাষ বর্জন করি, ধূমপান মুক্ত দেশ গড়ি”—এই স্লোগানকে সামনে রেখে নীলফামারীর ডোমার উপজেলায় তামাক চাষ নিরুৎসাহিত করণে জনসচেতনতামূলক কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২১শে মে) উপজেলার হরিণচড়া ইউনিয়ন পরিষদ কার্যালয় প্রাঙ্গনে নীলফামারী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে ও হরিণচড়া ইউনিয়ন পরিষদের আয়োজনে অনুষ্ঠিত তামাক চাষ নিরুৎসাহিত করণে জনসচেতনতামূলক কৃষক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার।
১০নং হরিণচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রাসেল রানার সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ, ভাইস-চেয়ারম্যান মোঃ আব্দুল মালেক সরকার। এছাড়া প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন—নীলফামারীর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. এসএম আবু বকর সাইফুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন—ডোমার উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, তামাক হচ্ছে মানবদেহের জন্য সবচেয়ে ক্ষতিকর একটি ফসল। তামাক সেবনের ফলে ফুসফুসে ক্যান্সার সহ জটিল ও কঠিন রোগে আক্রান্ত হচ্ছে মানুষ। তামাক সহ বিভিন্ন ধরনের মাদকজাত দ্রব্য ব্যবহার করার ফলে উঠতি বয়সী কিশোর ও যুবকদের অকালে মৃত্যুও হচ্ছে। এজন্য তামাক চাষ আবাদ ছেড়ে দিয়ে অন্য লাভজনক ফসল বেশি চাষ করার আহ্বান জানানো হয়।
পত্রিকা একাত্তর/রিশাদ
আপনার মতামত লিখুন :