মোরেলগঞ্জে স্মার্ট ভূমি সেবা সপ্তাহ-২০২৩ এর উদ্বোধন


উপজেলা প্রতিনিধি, মোরেলগঞ্জ প্রকাশের সময় : ২২/০৫/২০২৩, ৬:০৩ অপরাহ্ণ /
মোরেলগঞ্জে স্মার্ট ভূমি সেবা সপ্তাহ-২০২৩ এর উদ্বোধন

বাগেরহাটের মোরেলগঞ্জে স্মার্ট বাংলাদেশ ভিশন ২০৪১ প্রতিষ্ঠায় স্মার্ট ভূমি সেবার উদ্বোধন ও ভূমিসেবা সপ্তাহ-২০২৩ পালিত হয়েছে। (২২মে) সোমবার উপজেলা ভূমি অফিসে এ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। “স্মার্ট ভূমি সেবায় ভুমি মন্ত্রণালয়” প্রতিপাদ্যকে সামনে নিয়ে র‌্যালিটি উপজেলা পরিষদের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে আলোচনা সভায় মিলিত হয়।

এ সময়,স্মার্ট ভূমি সেবা ও স্মার্ট বাংলাদেশ বিনির্মানে সহকারি কমিশনার (ভূমি) মো.আব্দুল মালেক বলেন, এ বছরের ভূমি সেবা সপ্তাহে ই-নামজারি, অনলাইনে ভূমি উন্নয়ন কর, ডাকযোগে সার্টিফাইড খতিয়ান ও ম্যাপ এবং ১৬১২২ নম্বরে কল সেন্টারের মাধ্যমে ভূমিসেবা প্রদানে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। এছাড়াও ‘রেজিস্ট্রেশন-মিউটেশন আন্ত:সংযোগ’, ‘স্মার্ট ভূমি নকশা’, ‘স্মার্ট ভূমি রেকর্ড’ ও ‘স্মার্ট ভূমি-পিডিয়া’সহ স্মার্ট ভূমিসেবা স্থাপনে মন্ত্রণালয়ের পরিকল্পনার ব্যাপারে সম্যক ধারণা প্রদান করা হবে বলেও জানান তিনি।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম।এছাড়াও অন্যান্যের মধ্যে আলোচনা করেন উপজেলা প্রতিবন্ধি বিষয়ক কর্মকর্তা কায়কোবাদ আকুঞ্জি, আনসার ভিডিপি কর্মকর্তা মো.শফিকুল ইসলাম, ও একাডেমিক সুপারভাইজার মো.বাকি বিল্লাহসহ আরো অনেকে। এ সময় বক্তারা আরও বলেন,সরকার উন্নত বাংলাদেশ বিনির্মাণে স্মার্ট বাংলাদেশ ভিশন ২০৪১ প্রতিষ্ঠা এবং স্মার্ট বাংলাদেশ রোডম্যাপে ৪টি পিলার স্মার্ট সিটিজেন, স্মার্ট সোসাইটি, স্মার্ট ইকোনমি এবং স্মার্ট গভর্নেন্স অন্তর্ভূক্ত করে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করেছে।

সরকারের পরিকল্পনার অংশ হিসেবে প্রধানমন্ত্রীর উদ্বোধন করা চারটি স্মার্ট ভূমিসেবা ‘রেজিস্ট্রেশন-মিউটেশন আন্তঃসংযোগ’, ‘স্মার্ট ভূমি নকশা’, ‘স্মার্ট ভূমি রেকর্ড’ ও ‘স্মার্ট ভূমি-পিডিয়া’ ছাড়াও বেশকিছু ভূমিসেবা ব্যবস্থা ‘স্মার্ট ডিজিটালাইজ’ করা হচ্ছে। ইতোমধ্যে ডিজিটালাইজকৃত ভূমিসেবা সমূহও স্মার্ট করে ব্যবহারের সহায়ক ও সহজ করে গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে।

ইতোমধ্যে ই-নামজারির দ্বিতীয় ভার্সন স্থাপনের কাজ এবং বাংলাদেশ ডিজিটাল সার্ভেতে ড্রোন প্রযুক্তির ব্যবহারও রয়েছে। সম্পদের দক্ষ ব্যবহার করে তথ্য চালিত উন্নত নাগরিকসেবা প্রদান এবং নাগরিক সেবা গ্রহণের অভিজ্ঞতা আরো বেশি সহজ করতে স্মার্ট ভূমি ব্যবস্থাপনা সিস্টেম ডিজাইনে কৃত্রিম বুদ্ধিমত্তা, ব্লকচেইন, ক্লাউড কম্পিউটিং, ড্রোন এবং ইউএভি, রিমোট সেন্সিং, মেশিন ভিশন, বায়োমেট্রিক্সসহ সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হবে।

এর ইউজার ইন্টারফেস হচ্ছে ‘স্মার্ট ভূমিসেবা প্ল্যাটফর্ম’ ওয়েব পোর্টাল এবং সংশ্লিষ্ট মোবাইল অ্যাপ। এছাড়াও ভূমিসেবা বিষয়ে অবহিতকরন ও পরামর্শ সেবা প্রদানের জন্য উপজেলা ভূমি অফিসে ২২ মে থেকে ২৮ মে পর্যন্ত এ কার্যক্রম চলবে বলেও জানান তারা।

পত্রিকা একাত্তর/নাজমুল