নীলফামারীর ডোমারে সাতদিন ব্যাপী ‘মুক্তির উৎসব ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী মেলা–২০২২’ এর সমাপনী, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩শে মার্চ) বিকালে ডোমার উপজেলা পরিষদ চত্বরে সাতদিন ব্যাপী অনুষ্ঠিত মুক্তির উৎসব ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী মেলা–২০২২ এর সমাপনী দিবসে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার। এতে সভাপতিত্ব করেন—ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনম।
ডোমার উপজেলা শাখা বাংলাদেশ প্রেসক্লাব এর আহ্বায়ক জাবেদুল ইসলাম সানবীমের সঞ্চালনায় আলোচনা সভায় হিসেবে বক্তব্য রাখেন—ডোমার উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মো. আব্দুল মালেক সরকার, সংরক্ষিত মহিলা ভাইস-চেয়ারম্যান বেগম রৌশন কানিজ, সহকারী কমিশনার (ভূমি) জায়িদ ইমরুল মোজাক্কিন, ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, পৌর মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. ইলিয়াস হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সাংগঠনিক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. শমশের আলী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা মো. গোলাম মোস্তফা, ডোমার নাট্য সমিতির সভাপতি সহিদার রহমান মানিক প্রমূখ।
আলোচনা সভা শেষে ডোমার পৌর কালের কণ্ঠ শুভ সংঘের সাধারণ সম্পাদক আরমিন আক্তার জাহানের উপস্থাপনায় ও ডোমার সাহিত্য ও সংস্কৃতি পরিষদ, সপ্তসুর সংগীত একাডেমী সহ স্থানীয় শিল্পীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার পুরষ্কার বিতরণীর মাধ্যমে মেলার সমাপ্ত ঘোষণা করা হয়।
উল্লেখ্য, উপজেলার বিভিন্ন সরকারী-বেসরকারী দপ্তরের অংশগ্রহণে প্রায় ৪০টির বেশি স্টল স্ব স্ব দপ্তর সংক্রান্ত প্রদর্শনী ও সেবা প্রদান করে। গত ১৭ই মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসে সাতদিন ব্যাপী মেলার উদ্বোধন করা হয়।
পত্রিকা একাত্তর/রিশাদ