মৎস্য ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতির বার্ষিক লভ্যাংশ বিতরণ

স্টাফ রিপোর্টার, দিনাজপুর

১৮ এপ্রিল, ২০২২, ২ years আগে

মৎস্য ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতির বার্ষিক লভ্যাংশ বিতরণ

দিনাজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মর্তুজা আল-মুঈদ বলেছেন, সমবায়ের মাধ্যমে নিজের ভাগ্যকে পরিবর্তন করা সম্ভব। দশের লাঠি একের বোঝা- এই প্রবাদকে সামনে রেখেই সমবায় আন্দোলন গড়ে ওঠে।

সমবায় সমিতি গঠন করতে পারলে এর সকল সদস্যরাই উপকৃত হতে পারে। যার বাস্তব প্রমাণ মৎস্য ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতির আজকের এই সুন্দর আয়োজন। বার্ষিক লভ্যাংশ আজ সবাই পাচ্ছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সে কারনেই মুক্তিযুদ্ধের পরপরই সমবায় অধিদপ্তর প্রতিষ্ঠা করেন।

সেই সাথে তিনি সকলকে সমবায়ী হতে বলেন। এর মধ্যে কল্যাণ আছে বলেই বঙ্গবন্ধু সে কথা বলে গিয়েছেন। তিনি আরো বলেন, বাহাদুর বাজার মৎস্য ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতি ইতোমধ্যে ফান্ড গঠন করে সম্পত্তি ক্রয় করেছে। যা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। এভাবেই এগিয়ে যাক এই সমিতি।

আমি এ সমিতির সার্বিক মঙ্গল ও উন্নতি কামনা করছি। সেই সাথে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।১৮ এপ্রিল ২০২২ সোমবার বিকালে শহরের বাহাদুর বাজার মৎস্য আড়ৎ প্রাঙ্গণে বাহাদুর বাজার মৎস্য ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতি লিঃ আয়োজিত সদস্যদের মাঝে বার্ষিক লভ্যাংশ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- দিনাজপুর সদর উপজেলা সমবায় অফিসার মোঃ হাফিজুল ইসলাম। বাহাদুর বাজার মৎস্য ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতি লিঃ এর সভাপতি মোঃ আইয়ুব আলীর সভাপতিত্বে ও সাংবাদিক মোঃ কামারুজ্জামানের প্রাণবন্ত উপস্থাপনায় এতে স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক মোঃ জহিরুল হক ওয়াসিম।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সমিতির উপদেষ্টা মোঃ একরামুল ইসলাম ভোলা, মোঃ জোবায়দুর রহমান (সাবেক সাধারণ সম্পাদক), মোঃ মাসুদ রানা। সাধারণ সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন সোহেল রানা।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন মোঃ জলিল উদ্দীন। পরে অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। অতিথিবৃন্দকে ফুল দিয়ে বরণ করেন সমিতির সদস্য জমির আলী, নাসিম, রবিন, টুকু, খলিল, নুর ইসলাম, সোহেল প্রমুখ।

সবশেষে প্রধান অতিথিসহ সকল অতিথিকে সমিতির পক্ষ থেকে ক্রেষ্ট প্রদান করে সম্মাননা জানানো হয়। উল্লেখ্য, সমিতির ৬৪ জন সদস্যের প্রত্যেককে ৩ হাজার টাকা করে লভ্যাংশ প্রদান করা হয়।

পত্রিকা একাত্তর /মোঃ আরমান হোসেন

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news