"রক্তদানে নেত্রকোনা" পরিবারের উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিনিধি

নিজস্ব প্রতিনিধি

২৯ এপ্রিল, ২০২২, ২ years আগে

"রক্তদানে নেত্রকোনা" পরিবারের উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ

দুদিন পর ঈদুল ফিতর,ঈদ আনন্দ ভাগাভাগি করতে প্রতি বছরের নেয়্য এবারো,শুক্রবার( ২৯ শে এপ্রিল) বিকেল তিনটায়, নেত্রকোনা স্টেডিয়াম মাঠে, স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে ৭৫টি অসহায় ও হতদরিদ্র পরিবারের হাতে ঈদ উপহার সামগ্রী তুলে দেন "রক্তদানে নেত্রকোনা" পরিবার। এ সময় সংগঠনটির সভাপতি মাকসুদুল হাসান জনি বলেন। "রক্তদানে নেত্রকোনা" পরিবারটি রক্তদান থেকে শুরু করে ,

অটিজমদের হুইলচেয়ার, করোনা কালীন সময়ে অসহায়দের পাশে থাকা সহনানা ধরনের উন্নয়নমূলক কর্মকান্ডের সাথে আমরা জড়িত ছিলাম ভবিষ্যতেও থাকবো। এবছর আমাদের বাজেট কম থাকায় আমরা ৭৫ টি পরিবারের হাতে ঈদ উপহার সামগ্রী তুলে দিতে পেরেছি।

সমাজের বিত্তবান লোকেরা যদি আমাদের সঙ্গে এগিয়ে আসেন, তবে ভবিষ্যতে আশা করছি আরো অনেক অসহায় লোকের পাশে দাঁড়ানোর সুযোগ পাবো।এ সময় আরো উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক, শেখ অলি আহ্মেদ রনি সহ সংগঠনের সকল সদস্যগণ।

পত্রিকা একাত্তর /নুরুল হুদা

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news