শিশুবিকাশের জন্য সচেতনতা মূলক আলোচনা ও ঈদের আনন্দ বিনিময়

উপজেলা প্রতিনিধি, বাগেরহাট সদর

উপজেলা প্রতিনিধি, বাগেরহাট সদর

১ মে, ২০২২, ২ years আগে

শিশুবিকাশের জন্য সচেতনতা মূলক আলোচনা ও ঈদের আনন্দ বিনিময়

১ম মে রোজ রবি বরে বাগেরহাট ও রামপালে লাইফের উদ্যোগ শিশুবিকাশের ও সচেতনতা মূলক আলোচনা ও ঈদের খুশি বিনিময় করেছে ৩২ পরিবারেকে। এ সময়, উপস্থিত ছিলেন ৩২ টা পরিবারের শিশুরা এবং গার্জিয়ানেরা। আরো উপস্থিত ছিলেন লাইফে নির্বাহী কর্মকর্তা আসমাউল হুসনা ইয়ুথ সদস্যরা।

বাগেরহাটের রামপালে মোট পাঁচটি স্থানে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ষাট গম্বুজ দুই স্থানে এবং খানপুর ইউনিয়ানে দুই স্থানে সাথে রামপলের একটি স্থানে। লাইফ মূলাত কাজ করে শিশুদের বিকাশিতা, নারী ও যুব নিয়ে কাজ করে চলেছে ।

লাইফে নিবার্হী কর্মকর্তা আসমাউল হুসনা বলেন শিশু হলে ১-১৮ বছর পযন্ত আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ শিশুদের যেন কোনো মানসিক এবং শারীরিক নির্যাতন যেন না করি, শিশুদের সামনে বাবা-মা ঝগড়াঝাঁটি থেকে দূরে থাকিশিশুদের সাথে সবসময় ভালো ব্যবহার কর, একটা শেষ হতে পারে আগামী দিন নক্ষত্র নারী ও যুব দের নিয়ে অনেক আলোচনা করেন।

ইয়ুথ লিডার আলিমুজ্জামান আলিম বলেন আমাদের লাইফ কাজ করে শিশু বিকাশের জন্য শিশুকে ভালো লাগতেছে যে পদক্ষেপ এর প্রয়োজন সে গুল সব আমরা নিব ইনশাআল্লাহ্আরো ত্র আলোচনা করেন ইমরান শেখ সিন্ধা ফাতেমা কুসম হাসান জুঁই শেখ আবু তালেব প্রমূখ।

লাইফের নিবার্হী কর্মকর্তা আসমাউল হুসনা সকলের সামনে বলেন শিশুদের ভালো রাখতে সব থেকে বেশি প্রয়োজন পরিবারিক শান্তি শিশু বিকাশের জন্য সবথেকে বেশি বড় ভূমিকা রাখে পরিবার আসুন আমরা সবাই একসাথে মিলে আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ হিসেবে গড়ে তুলি। আরো বলেন শিশুদের বেড়ে উঠার ইয়ুথ দের ভূমিকা অনেক অনেক যে কোন প্রয়োজনে ইয়ুথরা আপনাদের পাশে আছে।

পত্রিকা একাত্তর / শেখ আবু তালেব

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news