ইয়াং ড্রাগন মার্শাল আর্ট সেন্টার দি ফাইট স্কুল এর শুভ উদ্বোধন

সরিষাবাড়ি প্রতিনিধি

সরিষাবাড়ি প্রতিনিধি

১৪ মে, ২০২২, ২ years আগে

ইয়াং ড্রাগন মার্শাল আর্ট সেন্টার দি ফাইট স্কুল এর শুভ উদ্বোধন

আজ ১৪ই মে শনিবার বিকাল ৩ ঘটিকায় " ইয়াং ড্রাগন মার্শাল আর্ট সেন্টার" সরিষাবাড়ী শাখার উদ্বোধন স্হান শিমলাবাজারের পূর্ব পার্শ্বে সিটঘর সংলগ্ন লোকোশেড ঈদগাহ মাঠ । উদ্বোধকঃ চিত্রনায়ক ওস্তাদ মাসুম পারভেজ রুবেল।

প্রধান অতিথিঃ প্রকৌশলী মাহবুবুর রহমান হেলাল, সহ-সভাপতি, সরিষাবাড়ী উপজেলা আওয়ামীলীগ। বিশেষ অতিথিঃ অধ্যাপক রুবায়েত ফেরদৌস, গণ যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। মোঃ মনির উদ্দিন, মেয়র, সরিষাবাড়ী পৌরসভা। মোঃ নজরুল ইসলাম, প্রধাণ শিক্ষক,সরিষাবাড়ী আর ডি এম পাইলট উচ্চ বিদ্যালয়।

সভাপতিঃ জনাবা উপমা ফারিসা, উপজেলা নির্বাহী অফিসার, সরিষাবাড়ী,জামালপুর। আগামীকাল বিকালে উক্ত মাঠ পরিদর্শন করেন সরিষাবাড়ী আর ডি এম পাইলট মডেল হাই স্কুলের প্রধাণ শিক্ষক মোঃ নজরুল ইসলাম স্যার এবং সরিষাবাড়ী আওয়ামী যুবলীগের সভাপতি একেএম আশরাফুল ইসলাম।

পত্রিকা একাত্তর /মোঃ সিহাব উদ্দিন

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news