সুন্দরগঞ্জে জাতীয় শ্রমিকলীগের প্রতিষ্ঠা বার্ষিকী


উপজেলা প্রতিনিধি, সুন্দরগঞ্জ প্রকাশের সময় : ১২/১০/২০২২, ৫:১২ অপরাহ্ণ / ১০৮
সুন্দরগঞ্জে জাতীয় শ্রমিকলীগের প্রতিষ্ঠা বার্ষিকী

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা জাতীয় শ্রমিক লীগের ৫৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। গতকাল বুধবার উপজেলার আওয়ামী লীগের দলীয় কার্যালয় উপজেলা শ্রমিক লীগের আয়োজনে ৫৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র‌্যালী, কেক কর্তন, জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূরালে পুষ্পমাল্য অর্পণ এবং বিশেষ দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা শ্রমিক লীগ সভাপতি গণেশ চন্দ্র শীলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাইদুল ইসলাম এর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিসেস আফরুজা বারী, এ সময় আরো বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আশরাফুল আলম সরকার, সহ-সভাপতি আহসান আজিজার সরদার মিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, গোলাম কবির মুকুল, রেজাউল আলম সরকার রেজা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ্ আল মেহেদী রাসেলসহ উপজেলা আওয়ামীলীগ ও তার অঙ্গ-সংসগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।

পত্রিকা একাত্তর / হযরত বেল্লাল