গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা জাতীয় শ্রমিক লীগের ৫৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। গতকাল বুধবার উপজেলার আওয়ামী লীগের দলীয় কার্যালয় উপজেলা শ্রমিক লীগের আয়োজনে ৫৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র্যালী, কেক কর্তন, জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূরালে পুষ্পমাল্য অর্পণ এবং বিশেষ দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা শ্রমিক লীগ সভাপতি গণেশ চন্দ্র শীলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাইদুল ইসলাম এর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিসেস আফরুজা বারী, এ সময় আরো বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আশরাফুল আলম সরকার, সহ-সভাপতি আহসান আজিজার সরদার মিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, গোলাম কবির মুকুল, রেজাউল আলম সরকার রেজা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ্ আল মেহেদী রাসেলসহ উপজেলা আওয়ামীলীগ ও তার অঙ্গ-সংসগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।
পত্রিকা একাত্তর / হযরত বেল্লাল
আপনার মতামত লিখুন :