সুপেয় পানির দাবিতে বাগেরহাটে মানববন্ধন

উপজেলা প্রতিনিধি, বাগেরহাট সদর

উপজেলা প্রতিনিধি, বাগেরহাট সদর

১৯ মে, ২০২২, ২ years আগে

সুপেয় পানির দাবিতে বাগেরহাটে মানববন্ধন

বাগেরহাটে সুপেয় পানির নিশ্চয়তা ও জাতীয় বাজেটে বিশেষ বরাদ্দের দাবীতে মানববন্ধন করেছে নাগরিক সমাজের প্রতিনিধিবৃন্দ। বৃহস্পতিবার সকালে বাগেরহাট প্রেসক্লাব চত্বরে জলবায়ু অধিপরামর্শ ফোরামের আয়োজনে এবং বেসরকারকারী উন্নয়ন সংস্থা লিডার্স এর সহযোগিতায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন শেষে প্রধানমন্ত্রী বরাবর দাবি সংবলিত স্মারকলিপি বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) হাফিজ আল আসাদের হাতে প্রদান করেন নেতৃবৃন্দ।

জলবায়ু অধিপরামর্শ ফোরাম, বাগেরহাটের সহ-সভাপতি মুখার্জী রবীন্দ্র নাথ এর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন পূর্ণিমা মহিলা সংস্থার নির্বাহী পরিচালক নাজমা আক্তার, ফোরামের সদস্য শেখ আব্দুল হাছিব, ফোরামের কৃষি বিষয়ক সম্পাদক ও আশার আলো উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক কাকলী সরকার, ফোরামের অধিপরামর্শ সম্পাদক ও বাগেরহাট প্রেসক্লাবের সহ-সভাপতি ইসরাত জাহান, সাধারণ সদস্য এ্যাড. লুনা সিদ্দীকি প্রমূখ।

মানববন্ধনে বক্তারা জলবায়ু পরিবর্তন ও দূর্যোগে উপকূলীয় অঞ্চলে সুপেয় পানির নিশ্চয়তা, স্থায়ী ও মজবুত বেড়িবাঁধ পুনঃনির্মান ও ঝুঁকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে রক্ষার জন্য ২০২২-২৩ অর্থ বছরে জাতীয় বাজেটে বিশেষ বরাদ্দ ও বাগেরহাটে সুপেয় পানি সরবরাহে সরকারের নেওয়া প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়ন দাবী জানান।

পত্রিকা একাত্তর /শেখ আবু তালেব

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news