মোল্লাহাটে চার দিন ব্যাপি জন শুমারি ও গৃহ গননা প্রশিক্ষণের উদ্বোধন

উপজেলা প্রতিনিধি | মোল্লাহাট, ফকিরহাট

উপজেলা প্রতিনিধি | মোল্লাহাট, ফকিরহাট

৪ জুন, ২০২২, ২ years আগে

মোল্লাহাটে চার দিন ব্যাপি জন শুমারি ও গৃহ গননা প্রশিক্ষণের উদ্বোধন

বাগেরহাটের মোল্লাহাটে জন শুমারি ও গহগননা-২০২২ সুপার ভাইজার ও তথ্য সংগ্রহকারীগনের চার দিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ৯ টায় উপজেলা পরিসংখ্যান কার্যালয়ের আয়োজনে সাচিয়াদাহ চুনখোলা মুকুন্দ বিহারী মাধ্যমিক বিদ্যালয়ের সভাকক্ষে এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন প্রধান অতিথি চুনখোলা ইউপি চেয়ারম্যান মনোরঞ্জনপাল।

উক্ত কর্মশালায় (জো-২) এর প্রশিক্ষক ছিলেন মোঃ আলী রাজ, আইটি বিষয়ক প্রশিক্ষক ছিলেন মোঃ আরিফুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন সাচিয়াদাহ চুনখোলা মুকুন্দ বিহারী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মুন্সি হাসিবুর রহমান, সুপার ভাইজার ওবাইদুর রহমান, শেখ শাহিনুর ইসলাম শাহিন, অনুপ কুমার বিশ্বাস, মাসুমা খাতুনসহ অন্যান্য তথ্য সংগ্রহকারীবৃন্দ।

পত্রিকা একাত্তর /সৌরভ কুমার

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news