দিনাজপুরের বিরামপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ, দিনাজপুর দক্ষিণ জেলা শাখার উদ্যোগে ভারতে বিজেপির মূখপাত্র কর্তৃক রাসূল্লাহ সা. এবং উম্মুল মুমিনীন আয়েশা রা. এর শানে চরম অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০ জুন) গতকাল দুপুরে জুম্মার নামাজ শেষে কেন্দ্রীয় জামে মসজিদ হতে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ঢাকামোড় বঙ্গবন্ধু চত্তরে এসে সমাবেত হয়। বিক্ষোভ মিছিলটিতে ঈমাম, মোয়াজ্জম, শিক্ষক-ছাত্র, কৃষক-শ্রমিকসহ সকল শ্রেণি-পেশার জনসাধারণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশ, দিনাজপুর দক্ষিণ জেলা শাখার আয়োজনে বিক্ষোভ মিছিলে কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মোশাররফ হোসনের সভাপতিত্বে বক্তব্যে রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ, দিনাজপুর দক্ষিণ জেলা শাখার সভাপতি ডক্টর নূরে আলম সিদ্দিক, ইসলামী যুব আন্দোলন, দিনাজপুর দক্ষিণ জেলা শাখার সভাপতি শফিকুল ইসলাম, পূর্বপাড়া জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল হাকিম, বড় মসজিদের খতিব মাওলানা তারেক রহমান, বিরামপুর পূর্বপাড়া মাদ্রাসা শিক্ষক মাওলানা সোহরাব হোসেন, চরকাই জামে মসজিদের খতিব আবু হুরাইরা প্রমুখ।
এসময় বক্তারা সবাইকে সব ধরণের ভারতীয় পণ্য বর্জনের আহব্বান জানান এবং ভারতে বিজেপির মূখপাত্র কর্তৃক রাসূল্লাহ সা. এবং উম্মুল মুমিনীন আয়েশা রা. এর শানে চরম অবমাননাকর মন্তব্যেকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।
পত্রিকা একাত্তর / মুসা