গ্লোবাল টিভির সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদ

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি

২০ জুন, ২০২২, ২ years আগে

গ্লোবাল টিভির সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদ

গ্লোবাল টেলিভিশনের অফিস কার্যালয়ের সামনে সাংবাদিকের উপর প্রকাশ্যে সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও সন্ত্রাসী মুন্না বাহীনিকে দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে উল্লাপাড়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ।

সোমবার বেলা ১১ টায় সময় গ্লোবাল টিভির উল্লাপাড়া প্রতিনিধি ময়নুল হোসাইন এর সভাপতিত্বে উল্লাপাড়া টেলিভিশন সাংবাদিক ফোরামের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তরা সন্ত্রাসী মুন্না বাহীনি কর্তৃক গ্লোবাল টেলিভিশন ভবনে প্রকাশ্যে সাংবাদিক হামলায় জড়িত সকল সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ সময় উপস্থিত ছিলেন উল্লাপাড়া প্রেস ক্লাবের আহব্বায়ক আব্দুল বাতেন হিরু, মাইটিভির উল্লাপাড়া প্রতিনিধি রেজাউল করিম বাচ্চু, আনন্দ টিভির জেলা প্রতিনিধি শিশির আলম, এশিয়ান টিভির উল্লাপাড়া প্রতিনিধি আল-আমিন, দৈনিক প্রতিদিনের সংবাদ পত্রিকার উল্লাপাড়া প্রতিনিধি সাহারুল হক সাচ্চু, দৈনিক মানব কন্ঠের উল্লাপাড়া প্রতিনিধি আলমগীর হোসেন, দৈনিক খোলা কাগজ পত্রিকার উল্লাপাড়া প্রতিনিধি আমিনুল ইসলাম, দৈনিক স্বাধীন বাংলা পত্রিকার উল্লাপাড়া প্রতিনিধি আলমাহমুদ সরকার, দৈনিক খবর পত্রিকার উল্লাপাড়া প্রতিনিধি আলমগীর হোসেন সহ স্থানীয় সকল সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

পত্রিকা একাত্তর /শাহাদত হোসেন

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news