আজকে সারাদেশে প্রতিবাদ ও সম্প্রীতি সমাবেশ বাম গণতান্ত্রিক জোট

নড়াইল জেলা প্রতিনিধি

৩০ জুন, ২০২২, ২ years আগে

আজকে সারাদেশে প্রতিবাদ ও সম্প্রীতি সমাবেশ বাম গণতান্ত্রিক জোট

ফেসবুকে ছাত্রের পোস্ট দেওয়াকে কেন্দ্র করে ধর্ম অবমাননার অভিযোগে নড়াইল সদর উপজেলার মীর্জাপুর ইউনাইটেড ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে লাঞ্চিত করায় বাম গনতান্ত্রিক জোটের নিন্দা করেছেন।

বৃহস্পতিবার দুপুরে রেড ক্রিসেন্ট ভবনে অনুষ্ঠিত সভায় নিন্দা ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। বাম গণতান্ত্রিক জোট কেন্দ্রীয় নেতৃবৃন্দ নড়াইলে জেলা প্রশাসকের অফিসকক্ষে জেলা প্রশাসকসহ প্রশাসনের শীর্ষ কর্মকর্তাবৃন্দের সাথে সাক্ষাৎ করে অধ্যক্ষকে জুতার মালা পরিয়ে হেনস্থা করার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন।

তারা বলেন, প্রশাসনের কর্তাব্যক্তি ও পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর উপস্থিতিতে অধ্যক্ষকে হেনস্থার দায় সরকারকেই নিতে হবে। জেলা প্রশাসক হাবিবুর রহমান বলেন, পদ্মা সেতু উদ্বোধনের পূর্ব মুহূর্তে যথেষ্ট সতর্কতা অবলম্বন করে আমরা সমস্যার সমাধানের আপ্রাণ চেষ্টা করেছি। এরপর রেড ক্রিসেণ্টের অফিসকক্ষে স্থানীয় সুধীমহল ও সংিবাদিকদের সামনে জোট নেতৃবৃন্দ দাবীনামা ও পরবর্তী কর্মসূচী ঘোষণা করেন।

কেন্দ্রীয় বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক, ইউনাইটেড কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক কমরেড অধ্যাপক আব্দুস সাত্তারের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন বাংলাদেশের কমিউনিষ্ট পার্টি সিপিবির সাধারণ সম্পাদক, ঘটনাস্থল সদর উপজেলার মির্জাপুর গ্রামের সন্তান কমরেড রুহিন হোসেন প্রিন্স, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী)র সাধারণ সম্পাদক ইকবাল কবীর জাহিদ, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য শফিউর রহমান শফি ও ইউনাইটেড কমিউনিস্ট লীগ নেতা রণজিৎ চ্যাটার্জি।

এসময় নেতৃবৃন্দ এই ঘটনার বিচার বিভাগীয় তদন্ত দাবী করে বলেন স্থানীয় যে সকল শীর্ষ সরকারি কর্মকর্তার ভূমিকা নিয়ে জনমনে প্রশ্ন রয়েছে তাদের অধীনস্থ দ্বিতীয় সারির কর্মকর্তা সমন্বয়ে গঠিত তদন্ত কমিটি প্রভাবমুক্ত হয়ে নিরপেক্ষ তদন্ত করতে পারবেন বলে আমরা মনে করি না।

নেতৃবৃন্দ অধ্যক্ষকে যথাযথ মর্যাদায় দ্রুত কলেজে ফিরিয়ে নেয়ার জন্য যথাযথ উদ্যোগ গ্রহনের দাবী জানান। নেতৃবৃন্দ বলেন, তিন শতাধিক সশস্ত্র আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর উপস্থিতিতে এই ঘটনার দায় জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন তথা সরকার এড়াতে পারে না।

নেতৃবৃন্দ সরকারের বিচারহীনতা ও সাম্প্রদায়িকতা তোষনের অপকৌশলের রাজনীতির বিরুদ্ধে সকল শুভবুদ্ধিসম্পন্ন মানুষকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করার আহ্বান জানান। এইসব ঘটনার প্রতিবাদে আগামী ০৬ জুলাই বাম গণতান্ত্রিক জোটের উদ্যোগে দেশব্যাপী প্রতিবাদ ও সম্প্রীতি সমাবেশের কর্মসূচী ঘোষনা করেন।

বিভিন্ন প্রিণ্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ স্থানীয় সুধীজনের মধ্যে বীর মুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলু, বীর মুক্তিযোদ্ধা এস এ মতিন, কাজী ইসমাইল হোসেন লিটন, জাসদ নেতা সাইফুজ্জামান বাদশা, কল্যান মুখার্জী প্রমুখ উপস্থিত থেকে মত বিনিময় করেন।

উল্লেখ্য, গত ১৭ মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র রাহুল দেব রায় ওরফে বাপ্পী রায় নিজের ফেসবুক আইডিতে ভারতের বিজেপি নেত্রী নূপুর শর্মার ছবি দিয়ে পোস্ট করেন “প্রণাম নিও বস ‘নূপুর শর্মা’ জয় শ্রীরাম”।বিষয়টি ফেসবুকে ছড়িয়ে পড়লে কলেজের ছাত্ররা তাকে সেটি মুছে ফেলতে বলেন।

১৮ জুন সকালে অভিযুক্ত ছাত্র কলেজে এলে তার সহপাঠীরা তাকে গ্রেফতার, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলে অধ্যক্ষের কাছে বিচার চান। ওই সময় ‘অধ্যক্ষ ওই ছাত্রকে রক্ষার চেষ্টায় তার পক্ষ নিয়েছেন’ এমন কথা রটানো হলে কলেজ ক্যাম্পাসসহ এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। এ সময় অভিযুক্ত ছাত্র ও অধ্যক্ষের বিচারের দাবিতে উত্তাল হয়ে ওঠে কলেজ ক্যাম্পাস।

এ খবর পেয়ে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কয়েকটি দল ঘটনাস্থলে এসে বিক্ষুব্দ জনতাকে শান্ত করার চেষ্টা করেন।পুলিশের সঙ্গে উত্তেজিত জনতার সংঘর্ষ বাঁধে। পুলিশ ও ছাত্র-জনতা দফায় দফায় সংঘর্ষে দুই পুলিশ সদস্যসহ অন্তত ১০ জন আহত হন।

উত্তেজিত জনতা কলেজের অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে লাঞ্চিত ও বাংলা বিষয়ের সহকারী অধ্যাপক শ্যামল কুমার ঘোষকেও পিটিয়ে গুরুতর আহত করে।বিক্ষুব্দ জনতা কলেজের অধ্যক্ষসহ অন্য দু’শিক্ষকের তিনটি মোটরসাইকেল আগুন ধরিয়ে পুড়িয়ে দেয়।

পত্রিকাএকাত্তর /হাফিজুল নিলু

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news