গুরুদাসপুরে জাতীয় শোক দিবস পালনের প্রস্তুতি

উপজেলা প্রতিনিধি, গুরুদাসপুর

২ আগস্ট, ২০২২, ২ years আগে

গুরুদাসপুরে জাতীয় শোক দিবস পালনের প্রস্তুতি

নাটোরের গুরুদাসপুরে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালনের নিমিত্তে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ আগস্ট) বেলা পৌনে ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে ওই সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক মো. আব্দুল কুদ্দুস এমপি। ইউএনও মো. তমাল হোসেনের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন, পৌর মেয়র মো. শাহনেওয়াজ আলী।

উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আলাল শেখ ও মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আক্তার লিপি, অধ্যক্ষ সিরাজুল ইসলাম, ভারপ্রাপ্ত অধ্যক্ষ জালাল উদ্দিন শুক্তি, সাংবাদিক আলী আক্কাছ, মুক্তিযোদ্ধা ফারুক আহম্মেদ, শাহাদৎ হোসেন প্রমূখ।

এছাড়া ৫ আগস্ট শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী ও ৮আগস্ট বঙ্গমাতা বেগম ফজিলাতুননেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী পালন উপলক্ষে উপজেলা প্রশাসন বিভিন্ন কর্মসুচি গ্রহন করে।

পত্রিকাএকাত্তর /সোহাগ আরেফিন

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news