গৌরীপুরে মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সমন্বয় সভা

উপজেলা প্রতিনিধি, গৌরীপুর

১১ আগস্ট, ২০২২, ২ years আগে

গৌরীপুরে মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সমন্বয় সভা

ময়মনসিংহের গৌরীপুরে বৃহস্পতিবার (১১আগস্ট) দুপুরে মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলায় ইউআইটিআরসি ভবনে দুপুরে এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আশরাফুল ইসলাম, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএনও হাসান মারুফ।

একাডেমিক সুপারভাইজার কমল রায়ের সঞ্চালনায় সভায় সহকারী প্রোগ্রামার আবুল কালাম আজাদসহ উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয়,মাদ্রাসার প্রধান শিক্ষক,মাদ্রাসার অধ্যক্ষগণ উপস্থিত ছিলেন।

এ সময় ইউএনও হাসান মারুফ বলেন, মাধ্যমিক শিক্ষার গুণগত মান উন্নয়ন বাড়াতে বিদ্যালয়ের প্রধান শিক্ষকদেরকে আরো দায়িত্বশীল,আন্তরিক হতে হবে। মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের ভীত মজবুত হলে উচ্চ শিক্ষায় তারা ভাল ফলাফল করবে।

শেখ রাসেল ডিজিটাল ল্যাব, ইউআইডি তৈরি, ৫-১১ বছর বয়সীদের কোভিড টিকা প্রদানে প্রস্তুতি, জাতীয় শোক দিবস যথাযথ মর্যাদায় পালনসহ নিয়মিত অন্যান্য বিষয় সভায় আলোচনা করা হয়।

পত্রিকাএকাত্তর /হুমায়ুন কবির

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news