সুন্দরগঞ্জে পরিদর্শন ও নিরীক্ষা বিষয়ক কর্মশালা

উপজেলা প্রতিনিধি, সুন্দরগঞ্জ

২০ আগস্ট, ২০২২, ২ years আগে

সুন্দরগঞ্জে পরিদর্শন ও নিরীক্ষা বিষয়ক কর্মশালা

গাইবান্ধার সুন্দরগঞ্জ মহিলা ডিগ্রী কলেজ হলরুমে ও নিরীক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার মহিলা ডিগী কলেজের অধ্যক্ষ এ কেএম আতাউর রহমানের সভাপতিত্বে কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের শিক্ষা পরিদর্শক মো. আজিজুর রহমান।

আরও বক্তব্য দেন বাজারপাড়া মহাবিদ্যালয়ের অধ্যক্ষ আব্দুল কাদের মিয়া, চাচিয়া মীরগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও তারাপু ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম, উপজেলা প্রেসক্লাব সভাপতি শাহজান মিঞা, বেলকা মজিদ পাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান আকন্দ, নাজিমাবাদ বিএল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, মহিলা ডিগ্রী কলেজের অধ্যাপক মাসুদার রহমান প্রমূখ।

কর্মশালায় দুইটি কলেজ, চারটি স্কুল ও চারটি মাদ্রাসার শিক্ষক-কর্মচারীগণ উপস্থিত ছিলেন। কর্মশালায় প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীর নিয়োগ, যোগদান, বেতন-ভাতা, আচারণ বিধি, আয়-ব্যয়, সরকারের বিভিন্ন উন্নয়নমুলক কর্মকান্ড তুলে ধরে আলোচনা করেন প্রধান অতিথি।

পত্রিকাএকাত্তর /হযরত বেল্লাল

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news