চান্দপুর ডিগ্রী কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়


নিজস্ব প্রতিনিধি প্রকাশের সময় : ২৭/১০/২০২২, ৮:০৮ অপরাহ্ণ / ১৭৭
চান্দপুর ডিগ্রী কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়

চান্দপুর ডিগ্রী কলেজের ২০২২ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। চান্দপুর ডিগ্রী কলেজের অডিটোরিয়ামে ২০২২ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল এর আয়োজন করা হয়।

অনুষ্টানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ও চান্দপুর ডিগ্রী কলেজের প্রিন্সিপাল দিলরুবা সুলতানা। অনুষ্ঠানে পবিত্র কোরআন তিলাওয়াত করেন উক্ত কলেজের মানবিক বিভাগের ২০২২ সালের এইচএসসি পরীক্ষার্থী মুহাম্মদ মাসুম।

অত্র কলেজের অধ্যক্ষ প্রসেসর দিলরুবা সুলতানা এর সভাপতিত্বে এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক মোঃ ওয়েজেদুল ইসলাম নাদিম এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, বাংলা বিভাগের প্রভাষক দিলরুবা সুলতানা, আইসিটি বিষয়ের প্রভাষক মোঃ আব্দুল আলীম তালুকদার, উচ্চতর গণিত বিষয়ক প্রভাষক নজরুল ইসলাম, পৌরনীতি বিষয়ক প্রভাষক মাহমুদা খাতুন, কৃষি বিষয়ের প্রভাষক সাইদুল ইসলাম, প্রমুখ। এছাড়াও বিদায়ী শিক্ষার্থীদের মধ্য থেকে বক্তব্য রাখেন আব্দুল মালেক, দিপা আক্তার, সাদিকুল ইসলাম, প্রমুখ।

চান্দপুর ডিগ্রী কলেজের শিক্ষক ওয়েজেদুল ইসলাম নাদিম বলেন, চান্দপুর ডিগ্রী কলেজ কতৃক আয়োজিত এই বিদায় অনুষ্ঠানে তোমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধারপ্রান্তে ধারিয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য তোমরা প্রস্তুত, তোমাদের নিয়ে নবীণ বরণ অনুষ্ঠানে শুরু বিদায় অনুষ্ঠানে এ শিক্ষাজীবন এই কলেজে শেষ। তোমাদের শুভ কামনা ও সফলতা কামনা করি।

এখানে উপস্থিত আছেন, অন্যান্য প্রভাষক কর্মচারী ও ছাত্র-ছাত্রী বৃন্দ সকলের উচ্চ পদস্ত চাকরির জীবনের জন্য এই পরীক্ষা যুদ্ধে ভাল ফলাফল ভয়ে আনো এটাই আমাদের কামনা। বিদায় বেলায় এই আমার দিকনির্দেশনা।

তিনি আরো বলেন, দীর্ঘদিন প্রতিষ্ঠান বন্ধ থাকার পর সুষ্ঠ ও সুন্দর ভাবে পরীক্ষা পরিচালনার জন্য সর্ট সিলেবাস এর মাধ্যমে অত্যন্ত নিপুণভাবে ক্লাস নিয়েছেন শিক্ষক ও শিক্ষীকারা।

দোয়া পরিচালনা করেন, চান্দপুর কাশফুল উলূম মাদরাসার মুহতামিম নুরুজ্জামান। দোয় মাহফিল অনুষ্ঠানে অত্র কলেজের শিক্ষক, শিক্ষিকা, কর্মচারী ও ২০২২ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রায় ৫০০ শিক্ষার্থীসহ অন্যান্য উচ্চ মাধ্যমিক এর ১ম বর্ষের শিক্ষার্থীরা।

পত্রিকা একাত্তর