নীলফামারীর ডোমারে ‘বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন’ (বিএডিসি) কর্তৃক বীজ ডিলারদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩১শে জানুয়ারী) দুপুরে ডোমার ভিত্তি বীজআলু উৎপাদন খামারের হলরুমে “উচ্চ ফলনশীল, রপ্তানিযোগ্য নতুন জাতের আলুর সম্প্রসারণ এবং বীজআলু ও রপ্তানি আলু উৎপাদন, সংরক্ষণ, বিপণন ও রপ্তানি কলাকৌশল” শীর্ষক বীজ ডিলার প্রশিক্ষণের জন্য মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের অতিরিক্ত সচিব ও চেয়ারম্যান এ. এফ. এম. হায়াতুল্লাহ।
বিএডিসি’র অতিরিক্ত মহাব্যবস্থাপক (সিডিপি ক্রপস) রাজেন আলী মন্ডল’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন—বিএডিসি’র সদস্য পরিচালক (সার ব্যবস্থাপনা) আমিরুল ইসলাম, সদস্য পরিচালক (বীজ ও উদ্যান) মোস্তাফিজুর রহমান, সচিব আশরাফুজ্জামান, মহাব্যবস্থাপক (বীজ) প্রদীপ চন্দ্র দে, ডোমার ভিত্তি বীজআলু উৎপাদন খামারের উপ-পরিচালক আবু তালেব মিঞা, কেন্দ্রীয় বিএডিসি বীজ ডিলার এসোসিয়েশনের সভাপতি আমিনুর রহমান সরকার, অর্থ সম্পাদক এনামুল হক সরকার প্রমুখ।
উল্লেখ্য যে, সারা বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে “উচ্চ ফলনশীল, রপ্তানিযোগ্য নতুন জাতের আলুর সম্প্রসারণ এবং বীজআলু ও রপ্তানি কলাকৌশল” শীর্ষক বীজ ডিলার প্রশিক্ষণের মতবিনিময় সভায় ৫০ জন বীজ ডিলার অংশ গ্রহণ করেন।
পত্রিকা একাত্তর/রিশাদ