কুলিয়ারচরের রামদী ইউপির নৌকার মাঝি আলহাজ্ব আলাল উদ্দীন বিজয়ী

উপজেলা প্রতিনিধি, কুলিয়ারচর

৩১ জানুয়ারী, ২০২২, ২ years আগে

কুলিয়ারচরের রামদী ইউপির নৌকার মাঝি আলহাজ্ব আলাল উদ্দীন বিজয়ী

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ২নং রামদী ইউনিয়ন পরিষদ নির্বাচন ইভিএম পদ্ধতিতে উৎসব মুখর পরিবেশে ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও অংশ গ্রহণে শান্তিপূর্নভাবে ৬ষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সম্পন্ন হয়েছে।

ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতিতে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় শান্তিপূর্ণ ভাবে স্বপরিবারে সদস্যদের নিয়ে নিরাপদে ভোট কেন্দ্রে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে সাধারণ ভোটাররা খুবই খুশি।

আজ সোমবার (৩১ জানুয়ারী) সকাল ৮ টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে শান্তিপূর্ণ ভাবে বিকাল ৪ টায় ভোট গ্রহণ শেষ হয়।

নির্বাচনে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় ভোট কেন্দ্রে কোন প্রকার অনিয়মের অভিযোগ পাওয়া যায়নী এবং কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি, সুষ্ঠু ও সুন্দর ভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। উক্ত নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী আলহাজ্ব আলাল উদ্দিন ২য় বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

বেসরকারি ভাবে প্রাপ্ত ফলাফল অনুযায়ী আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী মোঃ আলাল উদ্দিন ৮ হাজার ৪ শত ৩৪ ভোট পেয়ে বিজয় লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাসুদ মিয়া ঘোড়া প্রতিক নিয়ে ৬ হাজার ৩ শত ১৬ ভোট পেয়েছেন।

পত্রিকা একাত্তর/এম জয় ই জসীম

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news