বিয়ে,পরিবার গঠনের প্রধান অনুসঙ্গ। বর কনে পক্ষের উভয় সম্মতিতে হয় নতুন পরিবার গঠনের আয়োজন। পরিবার গঠনের এ আয়োজনটা মহাধুমধামে হবে না -তা কী হয়। বিয়ে মানে জমকালো আয়োজনে অতিথি আপ্যায়ন। হোক বর পক্ষ বা কনে পক্ষ। আয়োজিত বিয়ে বাড়ীর দরজায় দৃষ্টিনন্দন তোড়ণ নির্মাণ আহুত অতিথিকে স্বাগত জানাতে বাড়ীর আঙিনা সাজ সাজ করা বিয়ে আয়োজনের ঐতিহ্য।
গত কয়েক দিন ধরে চরফ্যাশনে বিভিন্ন পাড়া মহল্লায় বিয়ের ধুম পড়েছে। বাড়ীতে বাড়ীতে চলছে বিয়ের নান্দনিক আয়োজন। বিয়ে মানে বাড়ীতে বা কমিনিউটি সেন্টারে তোড়ন নির্মাণ, আলোকসজ্জা করা, বনেধী খাবারে অতিথি আপ্যায়নের ব্যবস্থা করা। এসবেরই এখন আয়োজন চলছে চরফ্যাশনের ড় বাড়ীতে। ডেকোরেশন কর্মীরা এসবের আনজাম দিতে অনেক ব্যস্ত সময় পার করছেন।
চরফ্যাশন সদরসহ শশিভূষণ, দক্ষিণ আইচা, দুলারহাট সহ বিভিন্ন হাট-বাজার বন্দরে প্রায় দুই শতাধিকডেকোরেশনের দোকান রয়েছে। এসব ডেকোরেশন দোকানের প্রায় সহস্রাধিক শ্রমিক-কর্মচারী রয়েছে। তাদের কয়েকজনের সাথে কথা হয় দৈনিক উপকূল বার্তার। তারা উপকূল বার্তাকে জানায়, এখন তাদের। অনেক ব্যস্ত সময় যাচ্ছে। প্রতিদিনই তাদের কোন কোন বিয়ের অনুষ্ঠানের অর্ডার থাকে। চিটাগাং ডেকোরেটরের প্রধান বাবুর্চি আলমগীর হোসেন জানান, তাদের কাজ হলো অর্ডার অনুযায়ী তোড়ন নির্মাণ, মানসম্মত খাবার তৈরি করা, খাবার পরিবেশন করা।
আকদ পড়ানো ও বিবাহ নিবন্ধনকারী কাজী মাওলানা আবু ইউসুফের সাথে কথা হয় এ প্রতিনিধির। তিনি জানান এখন বিয়ের সংখ্যা তুলনামূলক বেশিশীতকালীন মৌসুম হওয়ায় বিয়ে উৎসব স্বাভাবিকভাবেই বেশি হয়।
পত্রিকা একাত্তর/ মো.নুর উল্লাহ আরিফ