নীলফামারীর ডোমার উপজেলায় ‘আউট অফ স্কুল চিলড্রেন এডুকেশন’ কর্মসূচির আওতায় শিখন কেন্দ্রের উদ্বোধন ও বই বিতরণ করা হয়েছে।
বুধবার (২রা ফেব্রুয়ারী) দুপুরে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর তত্ত্বাবধানে ও গন উন্নয়ন কেন্দ্রের (জিইউকে) বাস্তবায়নে ও উন্নয়ন পরিষদের (উপ) পরিচালনায় শিখন কেন্দ্র এবং বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার। এতে সভাপতিত্ব করেন—ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনম।
এসময় উন্নয়ন পরিষদের উপজেলা প্রোগ্রাম ম্যানেজার মাহমুদুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ, ভাইস-চেয়ারম্যান মো. আব্দুল মালেক সরকার, ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম, জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক মো. সাইদুর রহমান, ডোমার উপজেলা শিক্ষা অফিসার মো. আমির হোসেন প্রমূখ।
প্রসঙ্গতঃ ডোমার উপজেলায় ৭০টি স্কুলে ঝরে পড়া শিশু ও শিক্ষার্থীদের গতানুগতিক শিক্ষার ধারায় ফিরিয়ে আনার লক্ষ্যে ১৪ বছরের শিশুদের জন্য ডোমার উপজেলায় ৭০টি স্কুলে শিশুদের সংক্ষিপ্ত সিলেবাসে প্রথম থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত ছয় মাস এবং চতুর্থ ও পঞ্চম শ্রেণীতে এক বছর করে শিক্ষা দেওয়ার মাধ্যমে গতানুগতিক শিক্ষার ধারায় ফিরিয়ে আনার লক্ষ্যে বই বিতরণ করা হয়।
পত্রিকা একাত্তর/ রিশাদ