ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার ৩ ফেব্রুয়ারি সকাল ১১ টায় বালিয়াডাঙ্গী উপজেলায় ঠাকুরগাঁও-২ আসনে সংসদ সদস্য আলহাজ্ব মো. দবিরুল ইসলাম মহোদয়ের বিশেষ বরাদ্দে (কাবিখা) দিয়ে সমিরউদ্দীন স্মৃতি কলেজের প্রায় ৪০৭ ফিট রাস্তা RCC ঢালাই কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বালিয়াডাঙ্গী সমিরউদ্দীন স্মৃতি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মাজহারুল ইসলাম সুজন।
এ সময় উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার মো: যোবায়ের হোসেন, বালিয়াডাঙ্গী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রহমান, বালিয়াডাঙ্গী উপজেলা ত্রাণ প্রকৌশলী আরিফুল ইসলাম, সহ সমিরউদ্দীন স্মৃতি কলেজের শিক্ষকবৃন্দ ও বালিয়াডাঙ্গী উপজেলা তাঁতী লীগের সভাপতি মোঃ সাদেকুল ইসলামসহ দলীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
পত্রিকা একাত্তর/ জসীম উদ্দিন