সাংবাদিকদের সঙ্গে সৌজন্য স্বাক্ষাত ও এক মতবিময় সভায় মিলিত হন খুলনা জেলা পরিষদ নির্বাচনের ১,২ ও ৩ আসনের সম্ভাব্য মহিলা সদস্যা প্রার্থী ও কয়রা উপজেলা মহিলা আ'লীগ সভাপতি নিলিমা চক্রবর্তী।
গতকাল বৃহস্পতিবার বিকাল ৩ টায় বটিয়াঘাটা প্রেসক্লাব মিলনায়তনে মতবিনিময় সভায় তিনি বলেন,জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আপনাদের মাধ্যমে আমার এলাকার ভোটারদের কাছে তাদের মুল্যবান ভোট আমাকে দেওয়ার অনুরোধ করছি। পাশাপাশি আপনাদের লেখনীর মাধ্যমে আ'লীগের উন্নয়ন কর্মকাণ্ড গুলো তুলে ধরার অনুরোধ করছি।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,বটিয়াঘাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম (শাহীন), সিনিয়র সহ সভাপতি মোঃ আসাদুজ্জামান উজ্জ্বল, সহ সভাপতি হিরামন মন্ডল সাগর, অমলেন্দু বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, সাংবাদিক অজিত রায়, আশিষ বাছাড়, দুলু গোলদার প্রমুখ।
পত্রিকা একাত্তর/ আক্তারুল ইসলাম