গণ অধিকার পরিষদ আত্মপ্রকাশ উপলক্ষে তাড়াইলে আনন্দ মিছিল

নিজস্ব প্রতিনিধি

নিজস্ব প্রতিনিধি

৪ ফেব্রুয়ারী, ২০২২, ২ years আগে

গণ অধিকার পরিষদ আত্মপ্রকাশ উপলক্ষে তাড়াইলে আনন্দ মিছিল

নতুন রাজনৈতিক দল 'গণ অধিকার পরিষদ'এর আত্মপ্রকাশ উপলক্ষে আজ কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলায় এক বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা ও আনন্দ মিছিলের আয়োজন করা হয়। উক্ত মিছিল তাড়াইল উপজেলার ছাত্র, যুব, শ্রমিক, পেশাজীবী ও প্রবাসী অধিকার পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত হয়।

মিছিলটি তাড়াইল বাজারের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করেন। এতে প্রায় ৬০টি মোটরসাইকেল ও তাড়াইল উপজেলার বিভিন্ন ইউনিয়নের দুইশত নেতাকর্মী অংশ গ্ৰহণ করেন। মিছিলটি তাড়াইল বাজারে সন্ধ্যা ছয়টায় প্রবেশ করে।

উক্ত শোভাযাত্রা মিছিলে উপস্থিত ছিলেন "গণ অধিকার পরিষদ"এর কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আবু হানিফ, সহকারী সদস্য সচিব শেখ খায়রুল কবির, আকন্দ মোহাম্মদ উজ্জ্বল ও পেশাজীবী অধিকার পরিষদ এর কার্যকরী সদস্য আল আমিন হোসেন,ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ আইন বিষয়ক সম্পাদক ইকরাম হোসেন, কিশোরগঞ্জ জেলার শ্রমিক অধিকার পরিষদের আহ্বায়ক অভি চৌধুরী, কিশোরগঞ্জ জেলার সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক শেখ সাখাওয়াত হোসেন, তাড়াইল উপজেলার ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক জাকিরুল ইসলাম বাকি, সদস্য সচিব মোতাহার হোসেন, কিশোরগঞ্জ জেলা যুব অধিকার পরিষদের আহ্বায়ক সুমন তালুকদার, জেলা যুব অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক ইউসুফ আলী, তাড়াইল উপজেলা যুব অধিকার পরিষদের আহ্বায়ক মাহফুজুর রহমান প্রমুখ।

পত্রিকা একাত্তর/ সাখাওয়াত হোসেন

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news