বাগেরহাট জেলার শরণখোলা উপজেলার রায়েন্দা বাজার পূর্ব মাথা কামাল উদ্দিন ফেরিঘাট এলাকায় শুক্রবার রাতে এম্বুলেন্সের অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে ৩ জন দগ্ধ হয়েছেন।
আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, রায়েন্দা মরহুম কামাল উদ্দিন ফেরিঘাট এলাকার বাসিন্দা অসুস্থ নজরুল ইসলাম মীরের জন্য প্রাইভেট এ্যাম্বুলেন্স যোগে একটি অক্সিজেন সিলিন্ডার নিয়ে আসা হয়।
গাজী এম্বুলেন্স থেকে অক্সিজেন সিলিন্ডার নামানোর সময় সেটি হঠাৎ বিস্ফোরিত হয়। বিস্ফোরণে অ্যাম্বুলেন্সে আগুন ধরে যায় আশেপাশের লোক গিয়ে দ্রুত আগুন নিভিয়ে ফেলে। খবর পেয়ে শরণখোলা ফায়ার সার্ভিস ও শরণখোলা থানার পুলিশ সদস্যরা ঘটনাস্থলে ছুটে আসে।
বিস্ফোরণে অ্যাম্বুলেন্স মালিক মামুন, চালক মিলন এবং লিমন সহ তিনজন দগ্ধ হয়। আহতদের প্রথমে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদেরকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
পত্রিকা একাত্তর/ মোঃ নাজমুল